ইনিই আমার স্বামী নিক জোনাস
নিজের জীবনের ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই মানুষটিকে পৃথিবীর সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে দ্বিধাহীন তিনি। গত রাতে পিসির মা মধু চোপড়া মেয়ে ও জামাইয়ের সৌজন্যে একটি রাজকীয় অভ্যর্থনার আয়োজন করেন। ভক্তরা প্রিয়াঙ্কাকে পিসি বলে ডাকেন।
বুধবার রাতে আয়োজিত অভ্যর্থনায় প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাসের পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। নিকের হাতে হাত ধরে ঝলমলে পোশাকে হাজির হন প্রিয়াঙ্কা, অতিথিদের সঙ্গে নিককে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে নববিবাহিত দম্পতির আকর্ষণীয় ঝলক ছাপিয়ে পাদপ্রদীপের আলোয় আসে প্রিয়াঙ্কা চোপড়ার হৃদয়ছোঁয়া উক্তি। পরিচয়পর্বে প্রিয়তমকে দেখিয়ে অতিথিদের এই বিশ্বতারকা বলেন, ‘ইনিই আমার স্বামী নিক জোনাস।’
গত রাতে আয়োজিত বিয়ে-পরবর্তী দ্বিতীয় অভ্যর্থনার একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, স্বামী নিক জোনাসকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা। সেই পরিচয়পর্ব ছিল যেন প্রস্ফুটিত গোলাপ!
অনুষ্ঠানে যোগ দেওয়া ও নবযুগলকে শুভেচ্ছা জানানোর জন্য শুরুতেই অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন পিসি। তিনি বলেন, ‘এটা আমার জীবনের চূড়ান্ত বিশেষ অধ্যায়। আমি সত্যিই চেয়েছি, আমার জীবনের বিশেষ মানুষগুলোর সঙ্গে স্বামীকে পরিচয় করিয়ে দিতে।’ পিসি তাঁর বক্তব্য শেষ করেন এই বলে যে, ‘ইনিই আমার স্বামী নিক জোনাস।’
অভ্যর্থনায় অতিথিদের স্বাগত জানান প্রিয়াঙ্কা-নিক। ছবি : সংগৃহীত
শুধু প্রিয়াঙ্কাই নন, এই অভ্যর্থনায় আসার জন্য অতিথিদের ধন্যবাদ জানান নিকও। বলেন, তাঁদের জন্যই আজ তাঁর স্ত্রী স্বমহিমায় উজ্জ্বল হতে পেরেছেন। অভ্যর্থনায় প্রিয়াঙ্কা পরেছিলেন সব্যসাচী কালেকশনের লেহেঙ্গা আর নিক পরেছিলেন ড্যাপার স্যুট।
মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে আয়োজিত এই প্রিয়াঙ্কা-নিকের এই দ্বিতীয় বিবাহোত্তর অভ্যর্থনা।
চলতি মাসের শুরুতে বিয়ের পিঁড়িতে বসেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ১ ও ২ ডিসেম্বর রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রূপকথার বিয়ে। দুই সংস্কৃতিতে বিয়ে হয় এ যুগলের—একটি খ্রিস্টান রীতিতে ও অপরটি ভারতীয় সনাতন রীতিতে। বিয়ের ছবিগুলো প্রকাশিত হয় পিপল ম্যাগাজিনে, আর সেগুলো ঝড় তোলে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ‘ইলি’র প্রচ্ছদকন্যা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
কিছুদিন আগে ৩৬ বছরের প্রিয়াঙ্কা তাঁর হলিউড সিনেমা ইজ নট ইট রোমান্টিক-এর প্রচারণায় অংশ নিতে নিউইয়র্কে সময় কাটান। সঙ্গে ছিলেন তাঁর ২৬ বছর বয়সী স্বামী নিক জোনাসও। অভ্যর্থনা উপলক্ষে ভারতে ফেরেন দুজনই।
চলতি মাসের শুরুতে বিয়ের পরই দিল্লিতে হয় প্রিয়াঙ্কা-নিকের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পর স্বল্পবিরতির মধুচন্দ্রিমা কাটান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। শোনা যাচ্ছে, এবার এ যুগল ইউরোপের দেশ সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উপভোগ করবেন। সূত্র : ইন্ডিয়া টিভি।