পুলিশের চেয়ে গুরুত্ব পাচ্ছে গরুর জীবন
ভারতের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভীতি প্রকাশ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বিস্ময় প্রকাশ করে এ তারকা অভিনেতা বলেন, একজন পুলিশ কর্মকর্তার জীবনের চেয়ে তাঁর দেশে গরুর জীবন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
উত্তর প্রদেশের বুলন্দশহরে সাম্প্রতিক সহিংসতায় একজন পুলিশ পরিদর্শকের জীবনহানির ঘটনার সমালোচনা করেন নাসিরুদ্দিন।
কিছুদিন আগে বুলন্দশহরে গোরক্ষার নামে হিংসা ছড়ানো হয়। গোহত্যার খবর ছড়িয়ে জড়ো করা হয় অসংখ্য মানুষ। সংবাদমাধ্যম ডেইলি হান্টের প্রতিবেদন অনুযায়ী, ওই সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ দুজনের মৃত্যু হয়েছে।
ভারতে গোরক্ষার নামে হিংসার ঘটনায় উদ্বিগ্ন নাসিরুদ্দিন শাহ।
প্রবীণ এ অভিনেতা আরো বলেন, তিনি তাঁর সন্তানদের ‘ধর্মীয় শিক্ষা’ দেন না। নাসিরুদ্দিন বলেন, তাঁরা না হিন্দু না মুসলিম। এই সহিংসতা যদি ছড়িয়ে পড়ে আর সন্তানরা যদি তাঁদের ধর্ম বিষয়ে জিজ্ঞেস করে বসেন, এই নিয়ে চিন্তিত শাহ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা বলেন, নিকট ভবিষ্যতে এই অবস্থার উন্নতি তাঁর চোখে পড়ছে না, যা তাঁর ভেতরে ক্ষোভ সৃষ্টি করছে।
গোরক্ষার নামে সহিংসতায় মৃত্যুর সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন শাহ বলেন, ‘এটা আমার দেশ, এখান থেকে বের করে দেবে এমন সাহস কার?’
মাত্র দুদিন আগে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির আচরণ নিয়ে হতাশা ব্যক্ত করেন ‘পদ্মভূষণ’ ও ‘পদ্মশ্রী’ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে নাসিরুদ্দিন শাহ একটি পোস্টে লেখেন, ‘বিরাট কোহলি কেবল বিশ্বের সেরা ব্যাটসম্যানই নন, আচরণে সবচেয়ে বাজে খেলোয়াড়ও বটে। ক্রিকেটে তাঁর উজ্জ্বল উপস্থিতির পেছনেই রয়েছে উদ্ধত ও অহংকারী রূপ এবং এটা বলার জন্য আমি কখনোই দেশ ছাড়ব না।’
কয়েক বছর আগে বলিউড সুপারস্টার আমির খানও ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমির বলেছিলেন, আগের তুলনায় ‘ভীতি’ বাড়ছে। ‘নিরাপত্তাহীনতা’ বোধ করেন বলেও জানিয়েছিলেন তিনি। সূত্র : ইন্ডিয়া টিভি