শুধু ভারতে আয় ৪২০ কোটি
বলিউড তারকা অক্ষয় কুমার ও দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত অভিনীত ‘২.০’ বক্স অফিসে সাফল্য অব্যাহত রেখেছে। এস শংকর পরিচালিত বিশাল বাজেটের এ সায়েন্স ফিকশন ছবিটি ভারতে এ পর্যন্ত আয় করেছে ৪২০ কোটি রুপি।
এ সিনেমার প্রধান চরিত্রে রজনীকান্ত ও অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এমি জ্যাকসন। বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন সুধাংশু পান্ডে ও আদিল হুসেইন। এ ছবির গানে সুর দিয়েছেন দুই বারের অস্কারজয়ী সুরকার এ আর রহমান।
গত ২৯ নভেম্বর বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘২.০’। প্রায় সাড়ে ৫০০ কোটি রুপি বাজেটের এ ছবির বক্স অফিস সংগ্রহও বিশাল অঙ্কের।
আন্তর্জাতিক বক্স অফিসেও এ সিনেমার সাফল্য অব্যাহত রয়েছে। কিছুদিন আগে আন্তর্জাতিক বক্স অফিস সংগ্রহে এক হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করে এ ছবি। আর মুক্তির পর ২১ দিনে ভারতে এ ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৪২০ কোটি রুপি। এ তথ্য জানিয়েছেন চলচ্চিত্র ব্যবসায় বিশেষজ্ঞ রমেশ বালা।
তবে বক্স অফিস সংগ্রহে এখনো এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলি : দ্য কনক্লুসন’ সিনেমাকে টপকাতে পারেনি শংকরের ‘২.০’। ২০ দিনে ‘বাহুবলি-২’ আন্তর্জাতিক বক্স অফিসে সংগ্রহ করেছিল এক হাজার ৪৫০ কোটি রুপি।
সিনেমা হলগুলোতে চতুর্থ সপ্তাহেও সাফল্য ধরে রেখেছে ‘২.০’। আগামী ২১ ডিসেম্বর পাঁচটি তামিল সিনেমা মুক্তি পেতে চলেছে, সে কারণে হলগুলোতে ‘২.০’ প্রদর্শনের সংখ্যা কমে আসছে।
ইন্ডিয়ান টুডের অনলাইন সংস্করণ থেকে এসব তথ্য জানা গেছে।
বর্তমানে ভারতীয় সিনেমার বিশাল বাজার চীন। শিগগিরই চীনে মুক্তি দেওয়া হবে ‘২.০’। কিছুদিন আগে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছিল, চীনের অন্যতম প্রধান প্রযোজনা ও সরবরাহ প্রতিষ্ঠান এইচওয়াই মিডিয়া ও ভারতের লিসা প্রডাকশনস প্রাইভেট লিমিটেড যৌথভাবে চীনে মুক্তির ব্যাপারে সম্মত হয়েছে।
মুক্তির আগেই এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করে ৩৭০ কোটি রুপি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এস শংকর পরিচালিত ‘এনথিরান’ ছবির সিক্যুয়েল ‘২.০’। এশিয়ার সর্বাধিক বাজেটের ছবি এটি।
‘২.০’ দিয়ে তামিল সিনেমায় অভিষেক হয় বলিউডের মিস্টার খিলাড়ি অক্ষয় কুমারের। ভালো অর্জন দিয়েই চলতি বছর শেষ করলেন অক্ষয়। এ বছর তাঁর অভিনীত ‘গোল্ড’ বক্স অফিসে হিট করে। তবে ‘প্যাডম্যান’ গড় ব্যবসা করে।