মানুষ হত্যা বন্ধের দাবিতে চলচ্চিত্র ঐক্যজোটের মানববন্ধন

Looks like you've blocked notifications!
সারা দেশে অরাজকতা বন্ধের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের মানববন্ধন। এটি আজ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হয় এফডিসির সামনে। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

বর্তমানে বাংলাদেশে পেট্রোল বোমা ছোঁড়াসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যে হতাহতের ঘটনা ঘটছে তা অবিলম্বের বন্ধের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্রের অভিনশিল্পী ও কলাকূশলীরা। আজ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, এফডিসির সামনে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোটের উদ্যোগে দুপুর ১২টায় এক মানববন্ধনে এই আহ্বান জানানো হয়।

এই মানবন্ধন থেকে ঐক্যজোটের নেতারা বলেন, এক শ্রেণির দুর্বৃত্ত সারা দেশে পেট্রোলবোমাসহ ককটেল মেরে সাধারণ মানুষ মারছে। হামলাকারীদের হাত থেকে বৃদ্ধ, নারী ও শিশু কেউই রক্ষা পাচ্ছে না।

পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি যে, কিছুদিন ধরে এক শ্রেণির দুর্বৃত্ত সারা দেশে পেট্রোলবোমাসহ ককটেল মেরে সাধারণ মানুষ মারছে।’ তিনি আরো বলেন, ‘কিছুদিন আগে পরিচালক সাফি উদ্দিন সাফি তাঁর ইউনিট নিয়ে কাপ্তাই যাওয়ার পথে হামলার শিকার হন। অল্পের জন্য রক্ষা পান তিনি। এটা কোনো দেশের রাজনীতি হতে পারে না। আমরা এর অবসান চাই।’

পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আজ দেশের এই অবস্থায় শিল্পীরা রাস্তায় নেমেছেন। এমন অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষও রাস্তায় নামতে বাধ্য হবে। রাজনীতি করা হয় দেশের মানুষের জন্য, আজ কার জন্য কে রাজনীতি করছে? তাদের উদেশ্যে বলছি মানুষ মারা বন্ধ করুন না হলে সারা দেশের শিল্পীরা রাস্তায় বের হয়ে আসবে।’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, ‘আমাদের আজ রাস্তায় নেমে মানববন্ধন করা ছাড়া আর কিছু করার নেই। আজ আমাদের শিল্পীরাও কাজ করতে পারছেন না। শুটিং করতে গেলে বোমা হামলার শিকার হচ্ছে। কোটি কোটি টাকা লগ্নি করে বসে আছে ছবির কাজ শেষ করতে পারছে না। শিল্পীরাও দিনমজুর ,অভিনয় করে জীবন ধারণ করেন। দেশের এই অবস্থা চলতে থাকলে আমাদেরও না খেয়ে মরতে হবে। আমরা আশা করব এই অবস্থার পরিবর্তন হবে, না হলে আমরা সারা দেশের শিল্পীদের নিয়ে বড় আন্দোলন গড়ে তুলব।’

আজকের এই ঐক্যজোটের মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ববি, চিত্রনায়ক ইমন, অভিনেতা হাসান ইমাম, আলিরাজসহ আরো অনেকে।