তিন দিনে আয় ৫৯ কোটি

Looks like you've blocked notifications!
‘জিরো’র একটি গানে দুই সুপারস্টার সালমান ও শাহরুখ এক মঞ্চে নেচেছেন। ছবি : সংগৃহীত

মুক্তির দ্বিতীয় দিনে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘জিরো’র বক্স অফিস সংগ্রহ কমলেও তৃতীয় দিনে ঊর্ধ্বমুখী তরঙ্গে চলচ্চিত্রটি। প্রথম দিন বক্স অফিসে ২০ কোটি ১৪ লাখ রুপি আয় করে সিনেমাটি। তবে দ্বিতীয় দিনে এ ছবির আয় কমে হয় ১৮ কোটি ২২ লাখ রুপি। আর তৃতীয় দিন বক্স অফিসে এ সিনেমার সংগ্রহ ২০ কোটি ৭১ কোটি লাখ রুপি।

গত ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রায় ছয় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জিরো’। এর মধ্যে এক হাজার ৫৮৫টি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ভারতের বক্স অফিসে তিন দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৯ কোটি সাত লাখ রুপি। আন্তর্জাতিক বক্স অফিসে সংগ্রহের সংখ্যা এখনো প্রকাশ পায়নি।

আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমায় বলিউড বাদশাহ ছাড়াও অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

ভারতের চলচ্চিত্র সমালোচক ও ব্যবসায় বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, ‘জিরো’ এখন পর্যন্ত আয় করেছে ৫৯ কোটি রুপি। তারান বলেছেন, এটা একদম পরিষ্কার যে, ‘জিরো’ এখনো তেমন পারফর্ম করতে পারেনি। আয়ে একই মাত্রায় রয়েছে সিনেমাটি। বড় ধরনের সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছে ‘জিরো’। তাঁর অভিমত, আগামীকাল বড়দিনের ছুটি উপলক্ষে ছবিটি ঘুরে দাঁড়াতে পারে।

তারানের হিসাব অনুযায়ী, শুক্রবার ২০.২৪ কোটি, শনিবার ১৮.২২ কোটি ও রোববার ২০.৭১ কোটি রুপি; ভারতে সর্বমোট ‘জিরো’র আয় ৫৯ কোটি সাত লাখ রুপি।

মুক্তির দিন আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ যেমন বক্স অফিসে প্রত্যাশিত ফল আনতে পারেনি, তেমনি শাহরুখভক্তদের হৃদয় জয় করতেও ব্যর্থ হয়েছে। যদিও সিনেমায় তাঁর অভিনয়ই পাদপ্রদীপের আলোয় রয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পাবে রোহিত শেঠি পরিচালিত ও ‘পদ্মাবত’ খ্যাত রণবীর সিং অভিনীত ‘সিম্বা’। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন চলতি মাসে ‘কেদারনাথ’ দিয়ে লাইমলাইটে আসা তারকাকন্যা সারা আলি খান। এটি তাঁর দ্বিতীয় সিনেমা। তাই বক্স অফিসে ‘সিম্বা’র সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়বে ‘জিরো’।

এমনিতেও বক্স অফিসে প্রতিযোগিতার মুখে পড়েছে ‘জিরো’। গত শুক্রবার একই দিনে মুক্তি পায় কন্নড় সিনেমা ‘কেজিএফ : চ্যাপটার ওয়ান’ ও তামিল তারকা ধানুশ অভিনীত ‘মারি’ সিরিজের দ্বিতীয় কিস্তি। তিন সিনেমা একই দিনে মুক্তি পাওয়ায় সংগত কারণেই বক্স অফিসে এর প্রভাব পড়ছে। এর পর ‘সিম্বা’র আবির্ভাব ‘জিরো’র আয়ে ভাগ বসাবে বলেই মত বিশেষজ্ঞদের।

২০১২ সালে ‘জব তক হ্যায় জান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ-ক্যাটরিনা-আনুশকা। ছয় বছর পর ফের রুপালি পর্দায় একসঙ্গে দেখা গেল তিন তারকাকে।

এ ছবিতে বিশেষ দৃশ্যে দেখা গেছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে। এ ছাড়া বলিউড সুপারস্টার সালমান খান, জুহি চাওলা, আলিয়া ভাট ও রানি মুখার্জিকে বিশেষ দৃশ্যে দেখা যায়। এ ছবির ইশকবাজি গানে সালমান ও শাহরুখ এক মঞ্চে নেচেছেন।

রণবীর সিং ও সারা আলি খান অভিনীত আসন্ন ‘সিম্বা’য় অসৎ পুলিশ কর্মকর্তা থেকে সৎ কর্মকর্তা হয়ে ওঠার গল্প বর্ণনা করা হয়েছে। সূত্র : ইন্ডিয়া টিভি।