মত লোপেজের

নারীর তুলনায় পুরুষ অধিক সংবেদনশীল

Looks like you've blocked notifications!
মার্কিন পপতারকা, অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবি : সংগৃহীত

মার্কিন পপতারকা, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রযোজক জেনিফার লোপেজ মনে করেন, নারীর তুলনায় পুরুষ অনেক বেশি ভঙ্গুর ও সংবেদশনীল। শক্তিশালী ও তেজস্বী নারীর প্রতি তাই এই শিল্পীর অনুরোধ, তাঁরা যেন তাঁদের পুরুষের প্রতি আচরণের ক্ষেত্রে ‘পা মেপে’ চলেন।

‘একজন নারী হিসেবে মনে করি, আমরা সব সময়ই তা করি। আমাদের দুর্বল, সংবেদনশীল লিঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু আমার মতে সত্যটা হলো, পুরুষ আরো বেশি ভঙ্গুর ও সংবেদনশীল’, বলেন ৪৯ বছর বয়সী এ বিশ্বতারকা।

তাই পুরুষের ‘ভঙ্গুর ইগো’র দিকে খেয়াল রেখে তাঁদের প্রতি আচরণে আরো ‘সচেতন’ হওয়ার কথা বলেছেন জেনিফার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্যাশন ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন এ শিল্পী।

সংবেদনশীল পুরুষের প্রতি অধিক সচেতন হওয়ার এই আহ্বান বিশেষ করে সেইসব নারীকে করেছেন লোপেজ, যাঁরা ‘শক্তিশালী ও জেদি’। বলেছেন, যেসব পুরুষ খুব একটা ‘আত্মবিশ্বাসী’ নন, আর ‘আত্মনিরাপত্তা’ও নেই, তাঁদের প্রতি আচরণে পা মেপে অর্থাৎ সতর্কতার সঙ্গে

চলতে হবে।

বিশ্বের অন্যতম উপার্জনকারী ও সম্পদশালী শিল্পী জেনিফার লোপেজ। সংগীত জগতের পাশাপাশি হলিউডেও রয়েছে তাঁর তারকাখ্যাতি। পেয়েছেন নানা সম্মানীয় পুরস্কার। সূত্র : ডেকান ক্রনিকল।