চার দিনে আয় ১০৭ কোটি
বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘জিরো’ মুক্তির পর দর্শক ও সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। দর্শক ও সমালোচক এ সিনেমার গল্প, দৃশ্যায়নে সন্তুষ্ট হতে না পারলেও ভারত ও আন্তর্জাতিক বক্স অফিস মিলিয়ে চার দিনে শতকোটির ক্লাবে পৌঁছেছে।
গত ২১ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রায় ছয় হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জিরো’। এর মধ্যে এক হাজার ৫৮৫টি আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ভারতের বক্স অফিসে চার দিনে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৭২ কোটি রুপি। আর আন্তর্জাতিক বক্স অফিসে এ ছবির সংগ্রহ ৩৫ কোটি রুপি।
আনন্দ এল রাই পরিচালিত এ সিনেমায় বলিউড বাদশাহ ছাড়াও অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। সমালোচকরা শাহরুখ, ক্যাটরিনা ও আনুশকার অভিনয়ের প্রশংসা করলেও গল্প নিয়ে বিস্তর সমালোচনা করেছেন। প্রত্যাশা গগনচুম্বী হলেও প্রথম দিন বক্স অফিসে ২০ কোটি ১৪ লাখ রুপি আয় করে সিনেমাটি।
‘জিরো’র বাজেট প্রায় ২০০ কোটি রুপি।
বক্স অফিসের প্রবণতা অনুযায়ী সাধারণত সপ্তাহান্তে টিকেট বিক্রি বাড়ে। কিন্তু জিরোর ক্ষেত্রে তা ঘটেনি। এমনকি প্রথম সপ্তাহে ব্যবসা বৃদ্ধির সূচকেও জিরো পিছিয়ে। ভারতের চলচ্চিত্র সমালোচক ও ব্যবসা বিশেষজ্ঞ তারান আদর্শ বলেছেন, ‘স্পষ্টতই জিরো আন্ডার পারফর্ম করেছে। এমনকি সপ্তাহান্তেও কোনো উন্নতি দেখা যায়নি।’
যদিও ভালো রিভিউ পায়নি সিনেমাটি, তবু শাহরুখের তারকাখ্যাতির কারণে বিশ্বব্যাপী ১০৭ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে। চলচ্চিত্র ব্যবসায় বিশেষজ্ঞ রমেশ বালা আন্তর্জাতিক বক্স অফিস সংগ্রহের তথ্য জানিয়েছেন।
রমেশ বালা জানিয়েছেন, গতকাল ভারতে সব মিলিয়ে জিরোর বক্স অফিস সংগ্রহ ১০ কোটি রুপি। আজ বড়দিনের ছুটি। তাই বক্স অফিসের সূচক বাড়তে পারে বলে মত চলচ্চিত্র-সংশ্লিষ্টদের।
আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পাবে রোহিত শেঠি পরিচালিত ও ‘পদ্মাবত’ খ্যাত রণবীর সিং অভিনীত ‘সিম্বা’। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন চলতি মাসে ‘কেদারনাথ’ দিয়ে আলোচনায় আসা তারকাকন্যা সারা আলি খান। এটি তাঁর দ্বিতীয় সিনেমা। তাই বক্স অফিসে ‘সিম্বা’র সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়বে ‘জিরো’।
এমনিতেও বক্স অফিসে প্রতিযোগিতার মুখে পড়েছে ‘জিরো’। গত শুক্রবার একই দিনে মুক্তি পায় কন্নড় সিনেমা ‘কেজিএফ : চ্যাপটার ওয়ান’ ও তামিল তারকা ধানুশ অভিনীত ‘মারি’ সিরিজের দ্বিতীয় কিস্তি। তিন সিনেমা একই দিনে মুক্তি পাওয়ায় সংগত কারণেই বক্স অফিসে এর প্রভাব পড়ছে। এর পর ‘সিম্বা’র আবির্ভাব জিরোর আয়ে ভাগ বসাবে বলেই মত বিশেষজ্ঞদের।
২০১২ সালে ‘জব তক হ্যায় জান’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ-ক্যাটরিনা-আনুশকা। ছয় বছর পর ফের রুপালি পর্দায় একসঙ্গে দেখা গেল তিন তারকাকে। সূত্র বলিউড বাবল।