ঊর্বশীর গানে টাইগারের নাচ ভাইরাল

বলিউডের নতুন তারকা টাইগার শ্রফ। অ্যাকশনধর্মী ‘বাঘি’ সিরিজের জন্য তুমুল জনপ্রিয় তিনি। নাচেও সমান পারদর্শিতা তাঁর। কিছুদিন আগে নোরা ফাতেহির ‘দিলবার’ গানে নেচে ঝড় তুলেছিলেন অন্তর্জাল দুনিয়ায়। এবার ঊর্বশী রাউতেলার ‘মাশাল্লাহ’ গানে নেচে ঝড় তুললেন টাইগার।
চলতি বছরের মার্চে মুক্তি পায় ‘বাঘি’ সিরিজের দ্বিতীয় কিস্তি। বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় সিনেমাটি। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন দিশা পাটানি, যাঁর সঙ্গে টাইগারের প্রেমের গুঞ্জন বলিমহলে ভাসছে। চলতি বছরটা ভালোই কেটেছে বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগারের।
সম্প্রতি টাইগার শ্রফ সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। ঊর্বশীর বিখ্যাত রিমিক্স ভার্সন ‘মাশাল্লাহ’র তালে নাচেন তিনি। আর তাঁর নাচ দেখলে যে কেউ অভিভূত হবেন।
চলতি বছরের শুরুতে ঊর্বশীর এই গানের তালে নেচেছিলেন শহিদ কাপুর ও কিয়ারা আদভানি। এ ভার্সনটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
নিজের নাচের ভিডিও পোস্ট করে টাইগার শ্রফ তাঁর ক্যাপশনে লিখেছেন, ‘বন্ধুরা, আশা করি এই ছুটিতে এটিকে সহজভাবেই নেবে!’
ইনস্টাগ্রামে ভিডিওটি এ পর্যন্ত পাঁচ লাখ ৯৫ হাজারের বেশি দর্শক দেখেছেন। আর টাইগারের নাচের প্রশংসা করে রয়েছে সাত হাজারের বেশি মন্তব্য। ইউটিউবসহ অন্যান্য মাধ্যমেও ভিডিওটি দেখছেন দর্শক।
অ্যাকশনধর্মী হিন্দি সিনেমা ‘বাঘি’ সিরিজের দ্বিতীয় কিস্তির ব্যাপক সাফল্যের পর দর্শককে নির্ভেজাল বিনোদন দিতে আসছে পরের কিস্তি ‘বাঘি-৩’। এ ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করবেন টাইগার। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজিত ‘বাঘি-৩’ মুক্তি পাবে ২০২০ সালের ৬ মার্চ।
টাইগার শ্রফ খুবই পরিশ্রমী ও আন্তরিক অভিনয়শিল্পী। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করেন এই অভিনেতা এবং কাজের দিকেই মনোযোগ দেন। গুঞ্জন আছে, দিশা পাটানির সঙ্গে তিনি চুটিয়ে প্রেম করছেন। প্রায়ই তাঁদের একসঙ্গে লাঞ্চ ও ডিনার ডেটে দেখা যায়। তবে এ ব্যাপারে দুজনই কখনো মুখ খোলেননি। শারীরিক ফিটনেসে এই অভিনেতা সব তরুণেরই আদর্শ। সূত্র : বলিউড বাবল