এনটিভিতে টেলিফিল্ম ‘অনুভবে অনুভূতি’

আনিসুর রহমান মিলন ও নাজিরা মৌ অভিনীত টেলিফিল্ম ‘অনুভবে অনুভূতি’। অয়ন চৌধুরীর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। তারকাবহুল টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন অপর্ণা, ইমন, স্পর্শীয়া, তানভীর প্রমুখ।
আজ দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে টেলিফিল্মটি প্রচারিত হবে। সামাজিক গল্পনির্ভর টেলিফিল্মটি নির্মাণ করে সন্তুষ্ট সাখাওয়াৎ মানিক। তিনি বলেন, ‘এখানে দর্শক সামাজিক বার্তা পাবেন। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো গল্প এটি। ইন্দোনেশিয়ার বালির বিভিন্ন লোকেশনে আমরা এর শুটিং করেছি।’
‘অনুভবে অনুভূতি’র গল্পে দেখা যাবে, রূপা ও গালিবের বিয়ে হয়েছে প্রায় ছয় বছর। টাকা, গাড়ি-বাড়ি সবাই আছে, শুধু নেই ভালোবাসাবাসি। একসময় তারা দুজনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। দুজনের শেষ ইচ্ছায় তারা ইন্দোনেশিয়া আসে বেড়াতে। একই রিসোর্টে হানিমুনে আসে নবদম্পতি নকীব ও ফাইজা। আনন্দ আর ফুর্তি যেন তাদের প্রতিমুহূর্তের সঙ্গী। অন্যদিকে, মিডিয়াতে একের পর এক কাজ করেও সফলতা পাচ্ছে না জারা। আর্থিকভাবে সচ্ছল জারা ব্রোকেন ফ্যামিলির মেয়ে। বেড়ে উঠেছে অবসরপ্রাপ্ত সচিব নানার কাছে। স্বভাবে ক্ষ্যাপাটে জারা হুট করেই ইন্দোনেশিয়া চলে আসে, কারণ খুব সহজে যেন সে সুইসাইড করতে পারে। সেও এসে ওঠে একই রিসোর্টে। আবার রিহানের কাছে জীবন মানে আনন্দ আর উপভোগ করা। সময় পেলেই ঘুরে বেড়ানো তার শখ। প্রকৃতির সৌন্দর্যের হাতছানিতে রিহানও এসে ওঠে প্যারাডাইজ রিসোর্ট। আর এমনি করেই এই গল্পের চরিত্রগুলো একে অন্যের খুব কাছাকাছি চলে আসে।’