সারা-রণবীরের ‘সিম্বা’র শুভমুক্তি
চলতি বছরের শুরুতে ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর সিংকে। বছরের শেষে এসে রণবীরের অ্যাকশনধর্মী বিনোদনে ভরা পারফরম্যান্স দেখা যাবে ‘সিম্বা’য়।
আজ শুক্রবার মুক্তি পেল ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত নির্মাতা রোহিত শেঠির ‘সিম্বা’। জনপ্রিয় তারকা অজয় দেবগনকে নিয়ে রোহিত শেঠির জনপ্রিয় ‘সিংহম’ সিরিজ থেকেই উদ্ভূত এ ছবি। যদিও তেলেগু ছবি ‘টেম্পার’-এর রিমেক, তবে সামান্যই অনুকরণ করা হয়েছে। এ সিনেমার চমক অজয় দেবগন।
চমক রয়েছে আরেকটি। ‘সিম্বা’য় রয়েছেন চলতি মাসের শুরুতে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ দিয়ে বি-টাউনে পা রাখা সুন্দরী সারা আলি খান। প্রথম সিনেমায় অভিনয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। হু হু করে বাড়ছে তাঁর ভক্ত ও অনুরাগীর সংখ্যা।
পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খান ও তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খান।
‘সিম্বা’র পোস্টার। ছবি : সংগৃহীত
এই সিনেমায় রণবীর সিংকে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকতা থেকে সৎ কর্মকর্তায় পরিবর্তনের গল্প দেখানো হয়েছে। ট্রেইলারে দেখা যায়, রণবীরের চরিত্রের নাম এসিপি সংগ্রাম ভালেরাও তথা শিবগড়ের সিম্বা। তাঁর উদ্দেশ্য নিজের পকেট ভারী করা। রণবীর সিংকে বলতে শোনা যায়, ‘পুলিশ হয়েছি টাকা কামানোর জন্য, রবিনহুডের মতো রক্ষাকর্তা হতে নয়।’
রণবীর একেবারেই বিবেকবর্জিত পুলিশ। দুই হাতে টাকা কামায় আর প্রেম করে সারা আলি খানের সঙ্গে। অন্যদিকে খলনায়ক সোনু সুদের সঙ্গেও সখ্য আছে তার। ছবিতে সোনু সুদের নাম বিক্রান্ত কদম।
বিক্রান্ত ও তাঁর পোষা গুণ্ডাদের নানা অপকীর্তি দেখেও এসিপি সংগ্রাম ভালেরাও না দেখার ভান করে।
সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু দৃশ্যপট বদলে যায় যখন রণবীরের ‘ছোট বোন’ নির্মম ধর্ষণের শিকার হয়। হাসপাতালে যখন ছোট বোন শেষ নিশ্বাস ত্যাগ করছে, রণবীর টের পায় সেই নরকযন্ত্রণা। বুঝতে পারে সোনু সুদের সঙ্গে সেই ধর্ষকের সম্প্রীতি। এর পর সে জেগে ওঠে, ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
এরই মধ্যে ‘সিম্বা’র ‘তেরে বিন’, ‘আঁখ মারে’, ‘আলা রে আলা’ ও ‘মেরাওয়ালা ড্যান্স’ গান মুক্তি পেয়েছে। এ গানগুলো অন্তর্জালে ঝড় তুলেছে। গানে সারা ও রণবীরের রোমান্স দেখে উচ্ছ্বসিত দর্শক। এ ছবির প্রযোজক করণ জোহর ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। সূত্র : এনডিটিভি।