নির্বাচনের কারণে বন্ধ পপি ও পূর্ণিমার ছবির কাজ
দেশজুড়েই এখন নির্বাচনের হাওয়া। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি চলচ্চিত্রশিল্পীরাও অংশ নিচ্ছেন নির্বাচনী প্রচারে। যে কারণে সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে ছবির শুটিং। খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনী প্রচারে নায়িকা পপি ও পূর্ণিমা এখন ব্যস্ত রয়েছেন। তাই পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ ও পূর্ণিমা অভিনীত ‘জ্যাম’ চলচ্চিত্র দুটির শুটিং এখন স্থগিত রয়েছে।
‘সাহসী যোদ্ধা’ ছবি নিয়ে নায়িকা পপি বলেন, ‘এখন দেশজুড়েই নির্বাচনের আমেজ। যেহেতু আমি নির্বাচনের প্রচারণায় কাজ করছি, তাই শিডিউল ঠিক রাখা সম্ভব হয়নি। কাজটি অনেক ভালো হচ্ছে, আমি আরো মন দিয়ে বাকি কাজ শেষ করতে চাই। তাই পরিচালকের সঙ্গে কথা বলে নির্বাচনের পর ছবির শিডিউল নির্ধারণ করেছি।’
অন্যদিকে, ‘জ্যাম’ ছবির জন্য এফডিসির ভেতর কড়ইতলা থেকে শিল্পী সমিতি পর্যন্ত নির্মাণ করা হয়েছে শহরের আদলে একটি সেট। আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত এই সেট রাখতে হচ্ছে, এর কারণ ছবির নায়িকা এখন ব্যস্ত নির্বাচনী প্রচারে। তবে তিনি আগামী ৫ জানুয়ারি থেকে আবারও ছবির শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন ছবির প্রধান সহকারী রাইসুল রনি।
রনি বলেন, ‘আমাদের চিন্তা ছিল এফডিসিতে টানা ২৯ তারিখ পর্যন্ত ছবির শুটিং করব। কিন্তু নায়িকা পূর্ণিমা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় গত ২৫ তারিখ থেকে ছবির শুটিং বন্ধ করা হয়। আগামী সপ্তাহ থেকে আবারও ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।’
‘জ্যাম’ ছবিটির গল্প লিখেছেন প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরী। আর ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। আর পপি অভিনীত ‘সাহসী যোদ্ধা’ ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এতে আমিন খান, পপি ছাড়াও অভিনয় করছেন ইমন ও শিরিন শিলা অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খান প্রমুখ।