সাবিলার ‘অবুঝ প্রজাপতি’

Looks like you've blocked notifications!
‘অবুঝ প্রজাপতি’ নাটকের একটি দৃশ্যে সাবিলা নূর। ছবি : সংগৃহীত

দুরন্ত গতিতে চলছে মনোজ কুমার ও সাবিলা নূরের নাটকে অভিনয়। দেশের জনপ্রিয় এ দুই তারকাকে একফ্রেমে দর্শক দেখবেন ‘অবুঝ প্রজাপতি’ নাটকে।

এইচ ডি সিফাত হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে। এতে আরো অভিনয় করেছেন মিলি বাশার, কিসলু, মম আলী প্রমুখ।

নাটকটির কাজের অভিজ্ঞতা নিয়ে মো. মেহেদী হাসান জনি বলেন, ‘এখানে নামভূমিকায় অভিনয় করেছেন সাবিলা নূর। রোমান্টিক গল্পের নাটক এটি। তবে গল্পটা ভিন্নভাবে আমরা বলার চেষ্টা করেছি।’

‘অবুঝ প্রজাপতি’ নাটকের গল্পে দেখা যাবে, মিহান ও মাইকেল দুই বন্ধু। একই সঙ্গে থাকে ওরা। মাইকেল বেশ মোটা। বাবা-মা বিদেশ থাকে। মিহান একটা অফিসে চাকরি করে। অন্যদিকে, তেমন প্রয়োজন না থাকলেও মাইকেল একটা চাকরি খুঁজছে। মাইকেলের জন্য অনেক মেয়ে দেখা হয়। কিন্তু কোনো মেয়েই তাকে পছন্দ করে না। একদিন মিহান একটি লেকের ধারে দাঁড়িয়ে আবৃত্তি করছিল, ঠিক তখনই একটি মেয়ে এসে মিহানের আবৃত্তির প্রশংসা করে। মিহান নিজের নাম বললেও মেয়েটি জানায় তার নাম প্রজাপতি।

‘অবুঝ প্রজাপতি’ নাটকের একটি দৃশ্যে মনোজ কুমার ও সাবিলা নূর। ছবি : সংগৃহীত