৩৩-এ পা রাখলেন দীপিকা
দীপিকা পাড়ুকোনকে ভারতের সুইটহার্ট বললে বাড়িয়ে বলা হবে না। কয়েক বছর ধরে হিন্দি চলচ্চিত্রে নিজের শাসন জারি রেখেছেন দীপিকা। ২০১৩ সালের পর থেকে চলছে দীপিকার জয়রথ—হাত ছুঁয়েছেন আর বক্স অফিসে ফলেছে সোনা!
সেই সুপার সেলিব্রেটি দীপিকা পাড়ুকোন পা রেখেছেন তেত্রিশে। শনিবার ছিল তাঁর জন্মদিন। ১৯৮৬ সালের ৫ জানুয়ারি ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন দীপিকা। তবে বড় হয়েছেন বেঙ্গালুরুতে।
২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ২০১৮ সালের ‘পদ্মাবত’, এমন কোনো সিনেমা নেই যা বক্স অফিসে ঝড় তোলেনি। ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী দীপিকা।
২০১৮ সালে নিউইয়র্কের জনপ্রিয় সাময়িকী টাইম-এর তালিকায় বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির অন্যতম ছিলেন দীপিকা পাড়ুকোন।
গত নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন দীপবীর। ছবি : সংগৃহীত
২০১৩ সালে ‘গালিয়োঁ কি রাসলীলা রামলীলা’ সিনেমার শুটিং চলাকালে রণবীর সিংয়ের প্রেমে পড়েন দীপিকা পাড়ুকোন। ভক্তরা এ যুগলকে দীপবীর বলে ডাকেন।
সম্পর্কের ব্যাপারে কোনোদিন লুকোছাপা করেননি দীপিকা। রণবীর সিংয়ের আগে রণবীর কাপুর ও সিদ্ধার্থ মাল্যর প্রেমে পড়েন তিনি। ২০১৪ সালে বিষণ্ণতায় আক্রান্ত হয়েছিলেন এই সুন্দরী। এ নিয়েও সমসমক্ষে জানিয়েছিলেন দীপিকা।
যা হোক, গেল বছরের নভেম্বরে রণবীর সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দীপিকা পাড়ুকোন। বিয়ের আগে রণবীরের সঙ্গে ছয় বছর চুটিয়ে প্রেম করেন। ইতালির লেক কোমোতে দুই দিনব্যাপী হয় তাঁদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। পরে ভারতে আয়োজন করেন বেশ কয়েকটি বিবাহোত্তর অভ্যর্থনা ও বিশেষ পার্টি।
দীপিকা পাড়ুকোন অভিনয়ের জন্য পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। তিন বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও অনুরাগী। সূত্র : হিন্দুস্তান টাইমস