কলকাতার ইউটিউব চ্যানেলে নায়লা নাঈম
দেশীয় শোবিজের পরিচিত নাম নায়লা নাঈম। মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করেছেন তিনি। বেশ কিছু আইটেম গানেও তাঁর উপস্থিতি লক্ষ করা যায়।
পেশায় দন্ত চিকিৎসক নায়লা এবার আসছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামী ২৫ জানুয়ারি কলকাতার শট-কাট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। বাংলাদেশের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।
পরিচালক শামীমুল ইসলাম শামীমের সংলাপ ও চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছেন বাংলাদেশের টুম্পা আহম্মেদ ও কলকাতার মি. শর্মা। নায়লার বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা-অভিনেতা সাঈফ চন্দন। স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনার পাশাপাশি অভিনয় করেছেন আকাশ নিবির।
এ বিষয় নায়লা নাঈম বলেন, ‘স্বল্পদৈর্ঘ্যটিতে আমাকে দর্শক একেবারে নতুন লুকে দেখতে পাবে। সুন্দর সংলাপ ও চিত্রনাট্যের কাজটি এককথায় দারুণ হয়েছে। কাজটি বেশ সময় নিয়ে করা হয়েছে। কাজটিতে অনেক এনজয় করেছি। এর আগের কাজগুলোয় দর্শক যেমন চমক দেখেছেন, আশা করি এই চলচ্চিত্রটিও সবাইকে আনন্দ দেবে।’
যৌথ প্রযোজনায় নির্মিত ‘জামাইবাবু বৌদি অ্যান্ড কিলার’ স্বল্পদৈর্ঘ্যটির কালার করেছেন এইচ এম সোহেল। আবহ সংগীত এনজেলা মনজুর ও এডিটিং করেছেন সুজন শুভ্র।