বাবার অভাব বোধ করেন সারা?
বক্স অফিসে নিজের প্রথম ছবি ‘কেদারনাথ’ তেমন বাণিজ্য করতে না পারলেও অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন সারা আলি খান। আর দ্বিতীয় ছবি ‘সিম্বা’ তাঁকে দিল তুমুল জনপ্রিয়তা। বক্স অফিসে পেলেন ২০০ কোটির ক্লাবে পৌঁছানোর স্বাদ।
পরপর দুটো সিনেমা দিয়ে গেল ডিসেম্বরে বিনোদন দুনিয়ায় পা রাখেন সারা। পাতৌদির নবাব ও অভিনেতা সাইফ আলি খান এবং তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খান। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ।
ভারতের দর্শক ও সমালোচকদের মন জয় করলেও তারকাখ্যাতি নিয়ে এখনই কিছু মাথায় আনতে রাজি নন সারা। বলেছেন, তাঁর নাকি নিজেকে তারকা বলে ভাবার মতো সময়ই নেই, আর ভবিষ্যতেও তাঁর হাতে এমন সময় থাকবে বলে মনে করেন না!
‘আপনি তো তারকা হয়ে গেছেন’—এ কথা বলতেই সারার উত্তর, ‘আরে কোথায়! আমি দৌড়াদৌড়ি করে কাজের চাপ খানিকটা কমানোর চেষ্টা করছি।’
সংবাদ সংস্থা আইএএনএসকে সারা আরো বলেন, ‘তারকা হয়ে গেছি, এমন কথা ভাবার মতো সময় হাতে নেই। আর আমার মনেও হয় না, আমি তারকা হয়ে গেছি। তবে আশা করছি, হয়তো আমি কোনোদিন তারকা হয়ে যাব, কিন্তু তা সত্ত্বেও নিজেকে কখনো তারকা বলে ভাবতে পারব না। কারণ, যখনই আপনি নিজেকে তারকা বলে ভাবতে শুরু করবেন, তখনই আশপাশের লোকেরা ইতিবাচক মানসিকতা দেখানো বন্ধ করে দেবে।’
দাদি বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সারা সম্পর্কে তিনি বলেছেন, এত কম বয়সেই তাঁর আত্মবিশ্বাস দৃঢ়। এই বয়সে এত আত্মবিশ্বাস সারা কোথা থেকে পেলেন?
উত্তরে সারা বলেন, ‘আমার মনে হয়, এটা আসে সততা থেকে। একমাত্র এর ওপর দাঁড়িয়ে আমি এমন হয়ে উঠতে পেরেছি। যাঁরা মিথ্যা বলতে পটু, তাঁদের ভালো করে মিথ্যা বলতে দিন, কিন্তু আমার পক্ষে কখনোই তা সম্ভব নয়। আমি মিথ্যা বলতে পারি না। বাড়ির লোকেরা তো আমার সম্পর্কে ভালো কথা বলবেই, কারণ আমি তাদের মেয়ে। কিন্তু দর্শক ও সমালোচকরা আমার সম্পর্কে যা বলেছেন, তা আমি কোনোদিন ভুলতে পারব না।’
সাইফ ও কারিনার ঘরে একটি ফুটফুটে বাচ্চা আছে। দুই বছরের তৈমুর এখন ডিজিটাল দুনিয়ায় বেশ জনপ্রিয়। বাবা সাইফ যে তৈমুরকে এত ভালোবাসেন, একটুও কি হিংসে হয় সারার? বাবার অভাব বোধ করেন?
‘একটুও না, সে আমার ভাই। আর বাবা যখন আমাদের সঙ্গে থাকতেন, তখন আমাদেরও খেয়াল রাখতেন। এখন বাবা আমাদের সঙ্গে না থাকলেও আমার প্রতি যথেষ্ট খেয়াল রাখেন,’ বলেন সারা।
বাবার সঙ্গে অভিনয় করতে চান? সারা আলি খান বলেন, ‘অবশ্যই করতে চাই, আর ঈশ্বর চাইলে সেদিন শিগগিরই আসবে।’
শোনা যাচ্ছে, নির্মাতা ইমতিয়াজ আলির পরের সিনেমায় কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধবেন সারা। আর রেমো ডি সুজার নাচনির্ভর ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধবেন। সূত্র : এনডিটিভি