ফেব্রুয়ারিতে অধরার নতুন ছবির শুটিং
অধরা খান ‘ড্রিমগার্ল’ শিরোনামে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন গত বছর। এর মহরত চলতি মাসের শেষে অনুষ্ঠিত হবে। তবে ছবির নাম বদল করা হবে বলে জানিয়েছেন পরিচালক ইস্পাহানি আরিফ জাহান।
এনটিভি অনলাইনকে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে শুরু করব ছবির শুটিং। এর মধ্যে শুটিংয়ের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ছবির নাম ও গল্প কিছুটা বদল করা হবে। ‘ড্রিমগার্ল’-এর কাছাকাছি একটি নাম আমরা চিন্তা করেছি। মহরতের দিন নতুন নামটি ঘোষণা করব। এখানে অধরার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন রোশান।”
নতুন ছবি নিয়ে আশাবাদী ইস্পাহানি। বললেন, “আমরা এরই মধ্যে অধরা খানের ‘নায়ক’ ছবিটি মুক্তি দিয়েছি। দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন এটি। নতুন নায়িকা হিসেবে প্রশংসাও পেয়েছেন অধরা। আমি বিশ্বাস করি, এই ছবিটি আরো ভালো হবে।”
গত বছরের ২৮ সেপ্টেম্বর ‘নায়ক’ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় নায়িকা অধরার। এতে তাঁর নায়ক ছিলেন বাপ্পী। ২৬ অক্টোবর মুক্তি পায় অধরার দ্বিতীয় চলচ্চিত্র ‘মাতাল’। ছবিটি পরিচালনা করেন শাহিন সুমন। এখানে অধরার বিপরীকে অভিনয় করেন সাইমন সাদিক। দুটি ছবিতেই প্রশংসিত হন অধরা খান। সম্প্রতি শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। একই পরিচালকের ‘বখাটে’ শিরোনামে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা।