প্যারিস প্রবাসী শিল্পী কুমকুমের নতুন লোকগান

Looks like you've blocked notifications!

রেজা ঘটকের কথায় সুরারোপ করে গেয়েছেন প্যারিস প্রবাসী শিল্পী কুমকুম। ভাবের সাগর নামের লোকগানটিতে বাংলার লোকায়ত জীবনের গল্প সংকেতে, প্রতীকে নতুন ব্যঞ্জনা পেয়েছে। গানটিতে বাংলার লোকবাদ্যযন্ত্রসংগীত সংযোজন করেছেন মিউজিশিয়ান আরিফ রানা। প্যারিসের উদ্যানে গানের চিত্রগ্রহণ করেছেন আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রী।

হিমাঙ্কের নিচে প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে বাংলার লোকায়ত পোশাক পরেই গানটির ভিডিও ধারণ হয়েছে। ফুটিয়ে তুলেছেন শিল্পী কুমকুম।

প্যারিসে শিল্পী যুগল আরিফ রানা ও কুমকুম বাংলা গানের সঙ্গে বিশ্বসংগীতের এক অভূতপূর্ব যোগাযোগ ঘটিয়ে চলেছেন বিগত দেড় যুগ ধরে। পাশ্চাত্য সংগীতের সঙ্গে বাংলা লোক সংগীতের মেলবন্ধন করে আরিফ রানা ও কুমকুম এরই মধ্যে নন্দিত হয়েছেন।