৬০০ কোটির দ্বারপ্রান্তে রণবীর-সারার সিনেমা
বক্স অফিসে রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’র জয়রথ চলছে। রণবীর সিং ও সারা আলি খান অভিনীত এই চলচ্চিত্রটি ভারতের বক্স অফিসে এ পর্যন্ত সংগ্রহ করেছে ২০০ কোটির বেশি। আর আন্তর্জাতিক বক্স অফিসে এ ছবির সংগ্রহ ৩৫০ কোটি রুপির বেশি। সবমিলিয়ে ৬০০ কোটির ক্লাবে ঢুকতে আর দেরি নেই।
বিশ্বব্যাপী ‘সিম্বা’র ৩৫০ কোটি রুপি আয়ের খবরটি জানিয়েছেন বিশিষ্ট নির্মাতা-প্রযোজক করণ জোহর।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে এক বার্তায় ‘সিম্বা’ লিখে কয়েকটি অগ্নিকুণ্ডলীর ইমোকন দিয়েছেন করণ জোহর। তবে তাঁর শেয়ার দেওয়া পোস্টার জানাচ্ছে অনেক কিছুই। রণবীর-সারা অভিনীত ‘সিম্বা’ আন্তর্জাতিক বক্স অফিসে ৩৫০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। পরিচালক রোহিত শেঠির পরপর আটটি সিনেমা শত কোটির ক্লাব অতিক্রম করেছে। আর তৃতীয় সিনেমা হিসেবে ২০০ কোটির ক্লাবে ঢুকেছে রোহিতের ‘সিম্বা’।
প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, রোহিত শেঠি পিকচার্স ও ধর্ম প্রডাকশনের ব্যানারে এই সিনেমাটিই সর্বোচ্চ আয় করল। আর অভিনেতা হিসেবে রণবীর সিংয়েরও সর্বোচ্চ হিট সিনেমা এটি।
ভারতের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ বলেছেন, ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ মুক্তির পরও বক্স অফিসে ‘সিম্বা’র সাফল্য অব্যাহত রয়েছে।
টুইটারে তারান লিখেছেন, একাধিক নতুন ছবি মুক্তি ‘সিম্বা’র ওপর প্রভাব ফেলেছে। প্রেক্ষাগৃহে প্রদর্শনের সংখ্যা কমে এলেও ভালোই আয় করছে এই সিনেমা। তৃতীয় সপ্তাহের শুক্রবারে ‘সিম্বা’র সংগ্রহ ২.৬০ কোটি রুপি। এ পর্যন্ত ভারতের বক্স অফিসে সংগ্রহ ২১৫.০৩ কোটি রুপি।
গত ২৮ ডিসেম্বর মুক্তি পায় ‘সিম্বা’। ‘পদ্মাবত’ খ্যাত রণবীর আর ‘কেদারনাথ’ দিয়ে ডিসেম্বরে বলিউডে পা রাখা সাইফ আলি খানের কন্যা সারার প্রথম জুটি বাঁধা এ ছবির জয়জয়কার চলছে।
তেলেগু হিট ছবি ‘টেম্পার’-এর রিমেক ‘সিম্বা’। এই সিনেমার গল্প পুলিশ কর্মকর্তা সংগ্রাম ভালেরাওকে (রণবীর সিং) ঘিরে, যিনি কোনো প্রকার নীতিনৈতিকতার ধার ধারেন না। দুর্নীতিগ্রস্ত সংগ্রাম সেগুনের (সারা আলি খান) প্রেমে পড়ে।
দুই হাতে টাকা কামানো আর সেগুনের সঙ্গে প্রেম, এই-ই চলছিল সংগ্রামের জীবনে। কিন্তু হঠাৎই একটি ঘটনা তছনছ করে দেয় সংগ্রামের জীবন। তার ১৯ বছরের ছোট বোন আক্রুতি দেব, যে কি না মেডিকেলের ছাত্রী, তাকে বর্বরোচিত ধর্ষণ ও পরে খুন করা হয়। সেই গুণ্ডাবাহিনীকে ধরতে শুরু হয় সংগ্রামের অভিযান। দুর্নীতিগ্রস্ত থেকে হয়ে ওঠেন সৎ পুলিশ কর্মকর্তা।
‘সিম্বা’র বিশেষ চমক হলো অজয় দেবগন, অক্ষয় কুমারসহ বিশেষ দৃশ্যে ‘গোলমাল’ টিমের উপস্থিতি—তুষার কাপুর, শ্রেয়াস তলপাড়ে ও আরশাদ ওয়ারসি। সূত্র : হিন্দুস্তান টাইমস