কে বলতে পারবে ও আমার বন্ধু?
নির্মাতা-প্রযোজক করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় ও বিতর্কিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ ‘নারীবিদ্বেষী’ মন্তব্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ভারতের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুল। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও তোপের মুখে পড়েন তাঁরা।
এ ঘটনায় ভারতের ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান একদিনের ম্যাচ থেকে তাঁদের বহিষ্কার করে। ওই শোতে তাঁদের মন্তব্য খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিসিসিআই।
নারী সম্পর্কে দুই ক্রিকেটারের ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে বলিউডের অনেক তারকার পাশাপাশি এশা গুপ্তও প্রতিবাদ জানিয়েছেন। বি-টাউনে গুঞ্জন, ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেম ছিল সাবেক ভারত সুন্দরী এশার। যদিও তাঁর সঙ্গে কোনো ধরনের সংযোগই অস্বীকার করেছেন ‘জান্নাত-২’ খ্যাত এ নায়িকা।
একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা এশাকে জিজ্ঞেস করেন, হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল কি না। এশা উল্টো প্রশ্ন ছুঁড়ে দেন, ‘কে বলতে পারবে ও আমার বন্ধু ছিল?’
বরং ওই ক্রিকেটারের সমালোচনা করেন ‘বেবি’ অভিনেত্রী এশা গুপ্ত। বলেন, ‘পুরুষের সঙ্গে নারীর তুলনা হতেই পারে না। যেকোনো তুলনায় আমরা সেরা। কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু কেন তোমরা সন্তান জন্ম দিতে পার না? মাসে পাঁচদিন আমরা পিরিয়ডে ভুগি এবং এর মধ্যেও আমাদের নাচতে যেতে হয়, অফিসে যেতে হয় ও বাচ্চাদের দেখভাল করতে হয়। যদি তোমরা এসব করতে পারো, তবেই সুপিরিয়র হতে পারবে।’
‘আমি মনে করি, নারী সম্পর্কে কারুরই বাজে মন্তব্য করা উচিত নয়’, যোগ করেন এশা।
২০১২ সালে ‘জান্নাত-২’ দিয়ে বলিউডে অভিষেক হয় সাবেক ‘মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ এশার। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁকে সর্বশেষ ‘কমান্ডো-২’ ছবিতে দেখা গেছে। সূত্র : ইন্ডিয়া টুডে