রণবীর-সারার সিনেমার ১০ রেকর্ড

রোহিত শেঠি পরিচালিত ও রণবীর সিং-সারা আলি খান অভিনীত ‘সিম্বা’র জয়রথ ছুটছেই। গত ২৮ ডিসেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি ইতিমধ্যেই গড়েছে অনন্য সব রেকর্ড।
নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন পরিচালক রোহিত শেঠি। ভারতের বক্স অফিসে রোহিত নির্মিত ‘চেন্নাই এক্সপ্রেস’-কে ছাড়িয়ে গেছে ‘সিম্বা’। এটি এখন রোহিতের সর্বোচ্চ আয় করা সিনেমা। ভারতের বক্স অফিসে এর সংগ্রহ ২২৭ কোটি রুপি।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, ভারতের বক্স অফিসে এ পর্যন্ত ‘সিম্বা’ আয় করেছে ২২৭ কোটি ৭১ লাখ রুপি। আর বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর সংগ্রহ ছিল ২২৭ কোটি রুপি।
আন্তর্জাতিক বক্স অফিসেও ‘সিম্বা’র আয় অনেক। গত ১৩ জানুয়ারি নির্মাতা-প্রযোজক করণ জোহর জানিয়েছিলেন, রণবীর-সারা অভিনীত এ ছবি আন্তর্জাতিক বক্স অফিসে ৩৫০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে।
মুক্তির দিন ভারতের বক্স অফিসে ‘সিম্বা’ সংগ্রহ করে ২০ কোটি রুপি। তারান আদর্শ জানিয়েছেন, প্রথম সপ্তাহে এই ছবির আয় ১৫০ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় ৬১ কোটি রুপি। পাঁচদিনে এই ছবি শতকোটির ক্লাবে পৌঁছায়। আর ১২ দিনে ২০০ কোটির মাইলফলক স্পর্শ করে। রোহিত শেঠি পরিচালিত আটটি সিনেমা শতকোটির ক্লাবে পৌঁছানোর গৌরব অর্জন করেছে।
রণবীর-সারা ছাড়াও সিম্বায় অভিনয় করেছেন সোনু সুদ, আশুতোষ রানা। এ ছাড়া এ ছবির বিশেষ চমক হলো অজয় দেবগন, অক্ষয় কুমারসহ বিশেষ দৃশ্যে গোলমাল টিমের উপস্থিতি—তুষার কাপুর, শ্রেয়াস তলপাড়ে ও আরশাদ ওয়ারসি।
বক্স অফিসে সিম্বা যে ১০টি রেকর্ড ভেঙেছে :
১. ‘পদ্মাবত’-এর পর রণবীরের দ্বিতীয় সফল সিনেমা সিম্বা, যা বিশ্বব্যাপী ৫২৫ কোটি রুপি আয় করেছে।
২. ভারতের বক্স অফিস সংগ্রহে রোহিত শেঠি পরিচালিত সবচেয়ে সফল সিনেমা সিম্বা, যা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ২২৭ কোটি আয়ের রেকর্ড ভেঙেছে।
৩. রোহিত শেঠির অষ্টম সিনেমা সিম্বা, যা শতকোটির ক্লাব ছুঁয়েছে। একমাত্র বলিউড নির্মাতা হিসেবে এই রেকর্ড তাঁর।
৪. রণবীরের সবচেয়ে সফল একক সিনেমা সিম্বা।
৫. সারা আলি খানেরও সবচেয়ে সফল ছবি সিম্বা। তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’ আয় করে ৬৬ কোটি রুপি।
৬. ২০১৮ সালে ১৩তম ছবি হিসেবে শতকোটির ক্লাবে ঢোকে সিম্বা।
৭. সঞ্জু ও পদ্মাবতের পর তৃতীয় ছবি হিসেবে ২০১৮ সালে ২০০ কোটির ক্লাবে ঢুকেছে সিম্বা।
৮. মুক্তির দিনে রণবীরের সর্বোচ্চ আয় করা সিনেমা সিম্বা। ২০ কোটি ৭২ লাখ রুপি সংগ্রহ করে ছবিটি।
৯. সারা আলি খানেরও মুক্তির দিনে সর্বোচ্চ আয় করা সিনেমা সিম্বা।
১০. বক্স অফিস ইন্ডিয়ার তথ্যমতে, আয়ে সর্বকালে সেরার তালিকায় ১০ম সিম্বা।
তেলেগু হিট ছবি ‘টেম্পার’-এর রিমেক সিম্বা। দুর্নীতিগ্রস্ত এক পুলিশ কর্মকর্তার সৎ হয়ে ওঠার গল্প বর্ণনা করা হয়েছে এ ছবিতে। সূত্র : হিন্দুস্তান টাইমস