সমালোচনার জবাব দিলেন ইশারাকন্যা প্রিয়া
‘শ্রীদেবী বাংলো’ দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন ইশারাকন্যা খ্যাত ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী প্রিয়া প্রকাশ। মুক্তির আগেই এই ছবির জন্য খবরের শিরোনাম হলেন তিনি।
ট্রেইলার মুক্তির পর সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনরা বলছেন, বাণিজ্যিক লাভালাভের জন্যই এই ছবির শিরোনামে ব্যবহার করা হয়েছে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর নাম, বাথটাবে যাঁর ট্র্যাজিক মৃত্যু হয়েছিল। এই নাম ব্যবহারে শুধু নেটিজেনরাই চটেছেন এমন নয়, নির্মাতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুরও।
‘শ্রীদেবী বাংলো’ ছবিতে ইশারাকন্যা প্রিয়া প্রকাশ ‘শ্রীদেবী’ চরিত্রে অভিনয় করেছেন। সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার পর অবশেষে মুখ খুলেছেন তিনি। বলেছেন, শ্রীদেবী শুধুই একটি চরিত্রের নাম।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে প্রিয়া বলেছেন, ‘এই ছবিতে শুধু আমার চরিত্রের নাম শ্রীদেবী। কে চাইবে এই ধরনের বিতর্ক তৈরি করতে? আমি মনে করি, ট্রেইলার ভালো লেগেছে বলেই চারপাশে এত কৌতূহল। এই ছবি বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবী ম্যামকে নিয়ে কি না, তার বিচারের ভার আমরা দর্শককে দিচ্ছি।’
ছবিতে ‘শ্রীদেবী’ নাম ব্যবহার করার কারণে নির্মাতা প্রশান্ত মামবুলিকে আইনি নোটিশ পাঠিয়েছেন বনি কাপুর। এই বিতর্ক নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে ছবির পরিচালক বলেন, ‘নোটিশে বনি কাপুর কিছু অভিযোগ করেছেন। এর মধ্যে রয়েছে নাম ব্যবহার ও অভিনেত্রীর জীবনী প্রসঙ্গ। ২৪ ঘণ্টার মধ্যে এই ছবির নাম যেন বদলে দিই, সেই ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। আমরা বিষয়টি ব্যাখ্যা করে তাঁকে উত্তর দিয়েছি যে, শ্রীদেবী একটি কমন নাম এবং এখানে অভিযোগ করার কোনো যুক্তি নেই। আর অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে কিছু মিলে গেলে তা কাকতালীয়।’
‘যেমনটা প্রিয়া বলেছে, আমরা এই সিদ্ধান্ত দর্শকের ওপর ছেড়ে দিতে চাই। এই ছবিটি ক্রাইম-থ্রিলার এবং গল্পে সাসপেন্স রক্ষা করে চলাটা গুরুত্বপূর্ণ। আমি এই ছবির প্লট প্রকাশ করতে চাই না। অভিনেত্রী শ্রীদেবীর একনিষ্ঠ ভক্ত আমি এবং তাঁর প্রশংসা করি। কিন্তু বাথটাবে তাঁর মৃত্যু হয়েছে বলে এর মানে এই নয় যে আর কারো এমনটা হবে না। আগে ছবিটি মুক্তি দিতে দিন এবং এর পরই মানুষ সিদ্ধান্ত নিক,’ যোগ করেন প্রশান্ত।
প্রশান্ত আরো বলেন, ‘আমি মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। কারণ ভালোভাবেই জানি, অনুমতি ছাড়া বায়োপিক নির্মাণ করা যায় না। এই গল্পটি আমার মাথায় এসেছে—শ্রীদেবী নামের এক অভিনেত্রী ও লন্ডনে তিনি যেসবের মুখোমুখি হয়েছিলেন।’
‘শ্রীদেবী বাংলো’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে প্রিয়া প্রকাশের। ২০১৮ সালে মালয়ালাম চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের স্বল্পদৈর্ঘ্যের টিজারে চোখ মেরে বিখ্যাত হয়েছিলেন প্রিয়া প্রকাশ। সেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছিল পুরো ভারতে। সেই থেকে ইশারাকন্যা হিসেবে খ্যাতি ১৯ বছরের এই তরুণীর। সূত্র : ইন্ডিয়া টিভি