ফের রুবিনা-সৃষ্টির নাচ ভাইরাল

ভারতের ছোটপর্দার অভিনেত্রী এবং জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলিটি টিভি শো ‘বিগ বস-১২’ প্রতিযোগী সৃষ্টি রোদ নাচ ভালোবাসেন। তাঁর হৃদয়ের বন্ধু অভিনেত্রী রুবিনা ডিলেইকও কম যান না। দুই বন্ধু প্রায়ই একসঙ্গে পা মেলান আর সেই নাচের ভিডিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। রীতিমতো ঝড় তোলে তাঁদের নাচ।
ইনস্টাগ্রামে সৃষ্টি রোদের নাচের ভিডিও সর্বদাই হিট হয়। এর আগেও এই ‘বিগ বস’ তারকার নাচ ভাইরাল হয়েছিল। ‘বিগ বস-১২’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের রাতেও সৃষ্টি-রুবিনা পা মিলিয়েছিলেন। এবার তাঁদের আরেকটি নাচের ভিডিও ভাইরাল হলো।
সম্প্রতি ‘শক্তি’ অভিনেত্রী রুবিনা ডিলেইক তাঁর ভক্ত ও অনুরাগীদের উদ্দেশে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার দিয়েছেন। এই ক্লিপটিতে জনপ্রিয় পাঞ্জাবি গান ‘ইলিগ্যাল ওয়েপন’-এর তালে নাচতে দেখা গেল দুই সুন্দরীকে।
ক্যাপশনে ভক্তদের উদ্দেশে রুবিনার জিজ্ঞাসা, তাঁদের এই নাচের ‘পাগলামি’ কেমন লাগল?
ইনস্টাগ্রামে রুবিনার শেয়ার করা এই নাচের ভিডিওটি এ পর্যন্ত পাঁচ লাখ ৭৩ হাজারের বেশি দর্শক দেখেছেন। ভিডিওটি ইউটিউবসহ অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভক্তরা এ দুই অভিনেত্রীর নাচে মুগ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মন্তব্য-ঘরে।
সৃষ্টি ও রুবিনা অবিরাম তাঁদের নাচদক্ষতা দেখিয়ে চলেছেন। এই দুই বন্ধুকে মিউজিক অ্যালবাম ‘ফেডেড’-এও দেখা গেছে।
‘ছোটি বহু সিজন-২’-তে রুবিনা ও সৃষ্টি কাজ করার পর পরস্পরের কাছাকাছি আসেন। তার পর থেকে হন সেরা বন্ধু। অভিনব শুক্লার সঙ্গে রুবিনার বিয়ের পার্টিতে অন্যতম তারকা ছিলেন সৃষ্টি। বন্ধুর জন্য একটি ব্রাইডাল শাওয়ার পার্টিও দেন সৃষ্টি। সূত্র : ডিএনএ