ইশারাকন্যার সিনেমা নিয়ে বিরক্ত জাহ্নবী?
বলিউডে অভিষেকের আগেই ইশারাকন্যা খ্যাত প্রিয়া প্রকাশের মুকুটে যোগ হলো বিতর্কের পালক। তাঁর অভিনীত আসন্ন ‘শ্রীদেবী বাংলো’ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। আর কারণটা এই ছবির স্পর্শকাতর প্লট।
‘শ্রীদেবী বাংলো’র ট্রেইলার মুক্তির পর সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। নেটিজেনরা বলছেন, বাণিজ্যিক লাভালাভের জন্যই এই ছবির শিরোনামে ব্যবহার করা হয়েছে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর নাম, বাথটাবে যাঁর ট্র্যাজিক মৃত্যু হয়েছিল।
এই নাম ব্যবহারে শুধু নেটিজেনরাই চটেছেন এমন নয়, নির্মাতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুরও।
ছবিতে প্রিয়া প্রকাশের নাম শ্রীদেবী। এক মিনিট ৪৯ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে প্রিয়াকে নিঃসঙ্গ তারকা হিসেবে দেখানো হয়েছে, যে কি না মৃত্যুবরণ করে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মতোই।
গেল বছর দুবাইয়ের একটি হোটেলে দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে মারা যান জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী।
ছবিতে ‘শ্রীদেবী’ নাম ব্যবহার করার কারণে নির্মাতা প্রশান্ত মামবুলিকে আইনি নোটিশ পাঠিয়েছেন বনি কাপুর। তাঁর আরো অভিযোগ, শ্রীদেবীর মৃত্যুকে পুঁজি করে এই চলচ্চিত্রটি বানিয়েছেন নির্মাতা। যদিও নির্মাতা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি শ্রীদেবীর বড় ভক্ত। কিন্তু বাথটাবে তাঁর মৃত্যু হয়েছে বলে এর মানে এই নয় যে আর কারো এমনটা হবে না।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ‘শ্রীদেবী বাংলো’ ছবি নিয়ে শ্রীদেবীর বড়কন্যা জাহ্নবী কাপুরের মন্তব্য চান গণমাধ্যমকর্মীরা। এ সময় তাঁর মুখভঙ্গিতে বিরক্তি ফুটে ওঠে। গণমাধ্যমকর্মীরা যখন সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে জানতে চান, তখন অবাক হন জাহ্নবী এবং বলার মতো কোনো শব্দই খুঁজে পান না। এ সময় তাঁর ম্যানেজার তাঁকে চলে যাওয়ার অনুরোধ করেন। যদিও কিছুই বলেননি এই অভিনেত্রী, তবে তাঁকে বেশ অসন্তুষ্ট দেখায়।
অন্তর্জালে এই পুরো ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।
পরিচালক প্রশান্ত মামবুলি ও এ ছবির নায়িকা প্রিয়া প্রকাশ আত্মপক্ষ সমর্থন করেছেন। রিপাবলিক টিভিকে নির্মাতা বলেছেন, “শ্রীদেবী সব ভারতীয়ের জন্যই সম্মান বয়ে এনেছেন, আমি তাঁর একনিষ্ঠ ভক্ত। আমি আইনি নোটিশ পেয়েছি, যেখানে বলা হয়েছে আমরা ‘শ্রীদেবী’ নাম ব্যবহার করতে পারব না। যেহেতু শ্রীদেবী একটি কমন নাম, তো সমস্যা হওয়ার কথা নয়। যা হোক, আমরা সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।”
‘শ্রীদেবী বাংলো’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে প্রিয়া প্রকাশের। ২০১৮ সালে মালয়ালাম চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের স্বল্পদৈর্ঘ্যের টিজারে চোখ মেরে বিখ্যাত হয়েছিলেন প্রিয়া প্রকাশ। সেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছিল পুরো ভারতে। সেই থেকে ইশারাকন্যা হিসেবে খ্যাতি ১৯ বছরের এই তরুণীর।
আর ‘ধড়ক’ দিয়ে গেল বছর বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এখন তিনি প্রযোজক-নির্মাতা করণ জোহরের ‘তাখত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সূত্র : ডিএনএ