প্লাস্টিককে ফ্যান্টাস্টিক করতে চান অজয়-কাজল
বিশ্বজুড়ে প্লাস্টিকের অতি ব্যবহারে উদ্বেগ জানিয়ে যাচ্ছেন পরিবেশবিদরা। কমিয়ে আনার পাশাপাশি প্লাস্টিক সামগ্রীর পুনরুৎপাদন ও পুনর্ব্যবহারের তাগিদ দিচ্ছেন তাঁরা। এবার পরিবেশ সুরক্ষার আন্দোলনে যোগ দিয়েছেন বলিউডের দেবগন দম্পতি অজয়-কাজল।
গতকাল শনিবার ‘স্টার্ট এ লিটল গুড’ শীর্ষক এক প্রচারাভিযানে অংশ নিয়ে অজয়-কাজল দম্পতি মানুষকে অনুরোধ করেন, শুরু হোক প্লাস্টিকের পুনর্ব্যবহার। তাঁদের স্লোগান—প্লাস্টিক হবে ফ্যান্টাস্টিক।
অনুষ্ঠানে বলিউডের মিষ্টিকন্যা কাজল বলেন, ‘কীভাবে যে সৈকতে, রাস্তায় প্লাস্টিক ছড়িয়ে থাকে—এসব দেখে আমার হৃদয় ভেঙে পড়েছে। আগামীর জন্য ভালো কিছু করায় বিশ্বাসী আমি। পরিবর্তনের কথা বলা হলেও আসল সত্যটা হলো দিনকে দিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। বলা হয়ে থাকে, ২০৫০ সালের মধ্যে আমাদের সমুদ্রে মাছের চেয়ে বেশি হবে প্লাস্টিক এবং আমাদের এ ব্যাপারে কিছু করা প্রয়োজন। প্লাস্টিককে আলাদা করে জড়ো করা দরকার। যদি তা করতে পারি, এর পর প্লাস্টিককে পুনরুৎপাদন ও পুনর্ব্যবহার করা যাবে।’
অজয় দেবগন বলেন, ভালো ভবিষ্যতের জন্য প্রত্যেকের কিছু না কিছু করা দরকার।
‘আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা যদি বলা শুরু করি, তবে কিছু মানুষ শুনবে, কিছু মানুষের চিন্তা বদলাবে ও সেভাবে কাজ করবে,’ বলেন ‘সিংহম’ তারকা অজয়।
‘প্লাস্টিক বানেগা ফ্যান্টাস্টিক’ স্লোগানে মুম্বাই, দিল্লি ও ব্যাঙ্গালোরে চার মাসব্যাপী এই প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান হিন্দুস্তান লিভার।
অজয় দেবগনকে সর্বশেষ দেখা গেছে রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’র একটি বিশেষ দৃশ্যে। তাঁকে পরে ‘টোটাল ধামাল’ সিনেমায় দেখা যাবে। কাজলকে সর্বশেষ ‘হেলিকপ্টার ইলা’ সিনেমায় দেখা যায়।
দীর্ঘদিন ধরেই ভক্তরা অপেক্ষা করছিলেন বড় পর্দায় অজয়-কাজল জুটিকে দেখার জন্য। সে আশা পূরণ হতে চলেছে। ‘তানাজি—দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে অভিনয় করবেন অজয়-কাজল। ২০১০ সালে সর্বশেষ ‘তোনপুর কা সুপারহিরো’ ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা।
এ ছাড়া অজয় দেবগনকে আকিব আলি পরিচালিত রোমান্টিক কমেডি ধাঁচের ‘দে দে পেয়ার দে’ ছবিতে দেখা যাবে। আগামী ১৫ মার্চ মুক্তি পাবে এ ছবি। সূত্র : ডিএনএ