বক্স অফিসে ধুঁকছে হাশমির ছবি
বড় পর্দায় ফিরেছেন বলিউডে ‘সিরিয়াল কিসার’ খ্যাত অভিনেতা ইমরান হাশমি। এবার তাঁর সিনেমার গল্প ভারতের শিক্ষাব্যবস্থার নৈরাজ্য, জালিয়াতি ও প্রশ্ন ফাঁস নিয়ে। মুক্তির আগে বেশ শোরগোল তুললেও হাশমিভক্ত ও চিত্রসমালোচকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে ‘হোয়াই চিট ইন্ডিয়া’।
গত শুক্রবার (১৮ জানুয়ারি) মুক্তি পায় ‘হোয়াই চিট ইন্ডিয়া’। বক্স অফিসে খারাপ শুরুর পর এখনো ধীরগতিতে এগোচ্ছে ছবিটি। চলচ্চিত্র বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, হাশমির ছবিকে উঠে দাঁড়াতে হলে ‘অলৌকিক’ কিছু ঘটতে হবে।
মুক্তির দিন ‘হোয়াই চিট ইন্ডিয়া’ বক্স অফিসে সংগ্রহ করে এক কোটি ৭১ লাখ রুপি। দ্বিতীয় দিন শনিবার সংগ্রহ করে দুই কোটি রুপি। আর তৃতীয় দিনেও এই ছবি চলচ্চিত্রপ্রেমীদের হতাশ করেছে। পূর্বানুমান অনুযায়ী তৃতীয় দিনে এই ছবি সংগ্রহ করে দুই কোটি ২৫ লাখ রুপি। তিন দিনে এই ছবির মোট সংগ্রহ দাঁড়াল পাঁচ কোটি ৯৬ লাখ রুপি।
এই ছবিতে শিক্ষাব্যবস্থাকে লক্ষ্য হিসেবে নেন ইমরান হাশমি। রাকেশ সিং এমন একটা চরিত্র, যিনি প্রবেশিকা পরীক্ষায় সমস্ত রকম জালিয়াতি করে মানুষকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত।
ছবিতে প্রবেশিকা পরীক্ষায় যে অনৈতিক কর্মকাণ্ড ঘটে, তার পুরোধা রাকেশ সিং; তবে তিনি শুধু নগদ টাকা নিয়ে থাকেন। বদলে প্রার্থীর চাকরির সিটে পরীক্ষা দিয়ে পাস করানোর গ্যারান্টি দিয়ে থাকেন। রাকেশ সিং মনে করেন, কঠোর পরিশ্রম শুধু বেতন নিয়ে চাকরি করা মানুষের জন্য। ধনী আর শক্তিশালী লোকেরাই কেবল জালিয়াতি করে। রাকেশের চরিত্রে অভিনয় করেন হাশমি।
সৌমিক সেন পরিচালিত এ সিনেমায় ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেন শ্রেয়া ধনন্তরী, এর মধ্য দিয়ে তাঁর বলিউডে অভিষেক হলো।
‘হোয়াই চিট ইন্ডিয়া’কে প্রতিযোগিতা করতে হচ্ছে একই দিনে মুক্তি পাওয়া ‘রঙ্গিলা রাজা’ ও ‘ফ্রড সাইয়াঁ’ ছবি দুটির সঙ্গে। এ ছাড়া রয়েছে ভিকি কুশল অভিনীত সাফল্যের তুঙ্গে থাকা ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’।
মুক্তির দশম দিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ২০১৯ সালের প্রথম ব্লকবাস্টার ভিকি কুশল ও ইয়ামি গৌতম অভিনীত এই ছবি। সূত্র : ইন্ডিয়া টুডে