কঙ্গনার সংলাপ কি হৃতিকের নকল?

Looks like you've blocked notifications!
বলিউড অভিনেতা কঙ্গনা রানাউত ও হৃতিক রোশন। ছবি : সংগৃহীত

আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’। কয়েক দিন আগে বেরিয়েছে এ ছবির ট্রেইলার। চলচ্চিত্রপ্রেমীরা ট্রেইলারে মুগ্ধ হয়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছেন তাঁরা।

তবে ট্রেইলার মুক্তির পর নেটিজেনরা একটি বিষয় নজরে এনেছেন। আর তা হলো আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘মহেঞ্জোদারো’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করা হৃতিক রোশনের সংলাপের সঙ্গে ‘মনিকর্নিকা’য় কঙ্গনার সংলাপের ‘মিল’।

‘মনিকর্নিকা’র ট্রেইলার কঙ্গনার এই সংলাপ দিয়ে শেষ হয়—‘ঝাঁসি আপ ভি চাহতে হ্যায় অর ম্যায় ভি। ফারক সির্ফ ইতনা হ্যায় কি আপকো রাজ করনা হ্যায় অর মুঝে আপনো কি সেবা।’ মজার ব্যাপার হলো, ‘মহেঞ্জোদারো’র ট্রেইলারও হৃতিকের এই সংলাপ দিয়ে শেষ হয়েছিল—‘অন্তর হ্যায়, মহাম। তুঝে মহেঞ্জোদারো পে রাজ করনা হ্যায়, অর মুঝে সেবা।’

যা হোক, হৃতিকের সিনেমার সংলাপের সঙ্গে কোনো ধরনের তুলনাকে নাকচ করে দিয়েছেন কঙ্গনা রানাউত। সংলাপের এই মিল প্রসঙ্গে জানতে চাওয়া হলে একটি শীর্ষ দৈনিককে কঙ্গনা বলেছেন, ‘কে এই সিনেমা (মহেঞ্জোদারো) দেখেছে?’

২০১৬ সালে মুক্তি পায় হৃতিকের ‘মহেঞ্জোদারো’। বক্স অফিসে বেশ ভালো আয় করে এ ছবি।

প্রেমের গুঞ্জন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন হৃতিক ও কঙ্গনা। ২০১৬ সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে নিজেকে হৃতিকের ‘সাবেক’ বলে দাবি করেছিলেন কঙ্গনা। এর পর দুজনের মধ্যে আইনি নোটিশ চালাচালি, ব্যক্তিগত ই-মেইল প্রকাশ্যে আনাসহ নানা অভিযোগ একে অপরের বিরুদ্ধে তুলেছেন।

২০১৪ সালের জানুয়ারিতে প্যারিসে এ দুই তারকার বাগদানের খবরও বেরিয়েছিল। তবে হৃতিক বরাবরই এ খবর উড়িয়ে দিয়েছেন।

গেল বছর যখন বলিউডে যৌন নিপীড়নবিরোধী ‘হ্যাশট্যাগ মি টু আন্দোলন’ তুঙ্গে, তখন হৃতিককে নিয়ে কখনো ইঙ্গিতে, কখনো প্রকাশ্যে গণমাধ্যমকর্মীদের সামনে নানা বক্তব্য দিয়েছিলেন কঙ্গনা। এ-ও বলেছিলেন, ‘যেসব মানুষ তাদের বউকে ট্রফি বানিয়ে রাখে এবং তরুণী মেয়েদের রক্ষিতা হিসেবে রাখে, তাদেরও শাস্তি হওয়া উচিত।’ হৃতিককে নিয়ে এ কথা বললেন কি না, এমন প্রশ্নের জবাবে কঙ্গনা বলেছিলেন, ‘আমি হৃতিক রোশনকেই উল্লেখ করেছি, তার সঙ্গেও মানুষের কাজ করা উচিত হবে না।’

ব্রিটিশবিরোধী লড়াইয়ের জন্য স্মরণীয় রানি লক্ষ্মীবাইয়ের জীবনীভিত্তিক ছবি ‘মনিকর্নিকা’। এতে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে রয়েছেন কঙ্গনা। আর লড়াকু ঝলকারি বাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এ ছবি দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন অঙ্কিতা।

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনা অভিনীত ও আংশিক পরিচালিত ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’। মজার ব্যাপার হলো, একই দিনে মুক্তির কথা ছিল হৃতিকের ‘সুপার থার্টি’। তবে পরে সে তারিখ পিছিয়ে ২৬ জুলাই করা হয়। সূত্র : ইন্ডিয়া টুডে