অঞ্জু ঘোষ ঢাকায় আসছেন আগামী মাসে
আজ থেকে শুটিং করবেন অঞ্জু ঘোষ, এমনটাই কথা ছিল। তবে কলকাতায় তিনি ব্যস্ত থাকায় পেছাতে হয়েছে ছবির শুটিং। ছবিটি যদি অঞ্জু ঘোষ শেষ পর্যন্ত করেন, তাহলে সেটি হবে দীর্ঘ দুই যুগ পর দেশি ছবিতে ফেরা। জানা গেছে, আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি দেশে আসবেন এবং অভিনয় করবেন ‘মধুর ক্যান্টিন’ চলচ্চিত্রে। ছবিটি পরিচালনা করছেন সাইদুর রহমান সাইদ। ছবিতে অঞ্জু ঘোষ অভিনয় করবেন ওমর সানির সঙ্গে।
এই ছবিতে অঞ্জু ঘোষের অভিনয় প্রসঙ্গে ওমর সানি এনটিভি অনলাইনকে বলেন, “অনেক গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করবেন অঞ্জু ঘোষ। আজ থেকে ‘মধুর ক্যান্টিন’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল অঞ্জু ঘোষের। কিন্তু তিনি কলকাতায় কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন, যে কারণে আসতে পারেননি। আমাদের ছবির পরিচালক এখন কলকাতায় অবস্থান করছেন। আমার সঙ্গে কথা হয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে। ফেব্রুয়ারির ১ অথবা ২ তারিখে ঢাকায় আসার কথা রয়েছে অঞ্জু ঘোষের।”
১৯৯৬ সালে দেশ ছাড়েন অঞ্জু ঘোষ। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতায় বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে তার পর থেকে বাংলাদেশের কোনো ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যায়নি।
অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে অভিনয় করেন। ১৯৮২ সালে চলচ্চিত্র নির্মাতা এফ কবির চৌধুরী চলচ্চিত্রে আনেন তাঁকে। অঞ্জুকে নিয়ে তৈরি করেন ‘সওদাগর’। এরপর ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোসনা’ তাঁকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। ঢালিউডে প্রায় ৫০টি ছবির অভিনেত্রী তিনি।