লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন কারিনা?

Looks like you've blocked notifications!
নির্বাচনে প্রার্থী হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন কারিনা কাপুর খান। ছবি : সংগৃহীত

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ভোপাল থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন কারিনা কাপুর খান—গণমাধ্যমগুলোতে এমন খবর প্রকাশের পর অবশেষে প্রতিক্রিয়া জানালেন এই বলিউড অভিনেত্রী।

প্রকাশিত খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে কারিনা বলেছেন, চলচ্চিত্রের ওপরই তাঁর পূর্ণ মনোযোগ, অন্য কিছু নয়।

৩৮ বছর বয়সী অভিনেত্রী কারিনা কাপুর আরো বলেছেন, চলচ্চিত্র সব সময় তাঁর অগ্রাধিকারে থাকবে এবং রাজনীতিতে জড়ানোর কোনো পরিকল্পনা নেই।

বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলাকে ‘বীরে দ্য ওয়েডিং’ অভিনেত্রী বলেছেন, ‘এইসব খবরের কোনো সত্যতা নেই। আমার একমাত্র ফোকাস চলচ্চিত্রের দিকে।’

খবরে প্রকাশ, কংগ্রেস সদস্য যোগেন্দ্র সিং চৌহান নাকি দলের সভাপতি রাহুল গান্ধীকে চিঠি লিখে জানিয়েছেন, ভোপাল আসন থেকে ক্ষমতাসীন বিজেপিকে হারাতে এই অভিনেত্রীই হতে পারেন সবচেয়ে যোগ্য প্রার্থী।

প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাচনে কারিনাকে দলের টিকেট দিতে ও এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কমল নাথের সন্তুষ্টি আদায়ে তাঁর সঙ্গে দেখা করারও আবেদন জানিয়েছেন চৌহান।

কারিনা কাপুর খান বলিউড অভিনেতা সাইফ আলি খানের স্ত্রী, যিনি ভারতের সাবেক ক্রিকেটার প্রয়াত মনসুর আলি খান পাতৌদির ছেলে। ১৯৯১ সালে পাতৌদি ভোপাল থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তবে হেরে যান তিনি। সূত্র : ইন্ডিয়া টিভি, ডিএনএ