এবার আলোচনায় ইশারাকন্যার ট্যাটু
বুকের বাঁ পাশে ও ডান হাতের কবজিতে ট্যাটু এঁকে এবার সাড়া ফেললেন ভারতের ইশারাকন্যা খ্যাত প্রিয়া প্রকাশ। তাঁর দুই ট্যাটু এখন বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রে।
২০১৮ সালে মালয়ালাম চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের স্বল্পদৈর্ঘ্যের টিজারে চোখ মেরে বিখ্যাত হয়েছিলেন প্রিয়া প্রকাশ। সেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছিল পুরো ভারতে। চোখের মায়াজালে ঝড় তুলেছিলেন বহু পুরুষের হৃদয়ে। সেই থেকে ইশারাকন্যা হিসেবে খ্যাতি ১৯ বছরের এই তরুণীর।
‘শ্রীদেবী বাংলো’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে মালয়ালাম অভিনেত্রী প্রিয়ার। কিছুদিন আগেই বেরিয়েছে এ ছবির ট্রেইলার। অবশ্য ছবির নাম ও গল্পের কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
‘ওরু আদার লাভ’-এর তেলেগু ভার্সন হতে চলেছে। নাম ঠিক করা হয়েছে ‘লাভারস ডে’। সম্প্রতি আয়োজিত এই ছবির অডিও লঞ্চ অনুষ্ঠানে প্রিয়ার ট্যাটু নজরে আসে। বুকে বাঁ পাশে আঁকা ট্যাটুতে লেখা ‘কারপে ডিয়েম’, আর ডান হাতের কবজিতে লেখা ‘ইনফিনিটি’।
অনুষ্ঠানে অন্তর্জাল তারকা প্রিয়া পরেছিলেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা। বেশ গর্জিয়াস দেখাচ্ছিল তাঁকে। তবে সবার মনোযোগ কাড়ে তাঁর বুকের বাঁ পাশের ট্যাটুটি। কাঁধখোলা ব্লাউজের কারণেই যেটি স্পষ্ট হয়েছিল।
প্রিয়ার হাতের কবজিতে প্রেমের শাশ্বত চিহ্ন। ছবি : সংগৃহীত
ট্যাটুতে লেখা লাতিন শব্দ ‘কারপে ডিয়েম’, সাধারণত এর অর্থ দাঁড়ায়—বর্তমানকে প্রাধান্য দাও, ভবিষ্যতের ভাবনা কমাও।
প্রিয়ার দ্বিতীয় ট্যাটুটি ডান হাতের কবজিতে আঁকা, যেটি গোলাপ-চিহ্নিত লেখা ‘ইনফিনিটি’। ট্যাটুতে গোলাপ নারী ও পুরুষ উভয়ের বেশ পছন্দের। এ প্রেমে পড়ার লক্ষণ, বিশেষ করে যখন গোলাপে কাঁটা থাকে না। তা ছাড়া গোলাপ ও এর ডাঁট এ কথাও স্মরণ করায়, উৎসর্গ ছাড়া ভালোবাসা ধরা দেয় না।
ঐতিহাসিকভাবে লাল গোলাপ শুধু শাশ্বত প্রেমের প্রতীকই নয়, উৎসর্গ ও বলিদানের স্মারকচিহ্নও। এই ফুলের সৌন্দর্য প্রতিশ্রুতি, আশা ও নতুন যাত্রার কথা বলে। আর কাঁটা জাগায় হারানোর ভয়। এই দুইয়ের সম্মিলনই প্রেম।
প্রশান্ত মামবুলি পরিচালিত ‘শ্রীদেবী বাংলো’ ছবিতে প্রিয়া প্রকাশ জুটি বেঁধেছেন প্রিয়াংশু চক্রবর্তীর সঙ্গে। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।
২০১৮ সালে প্রিয়াকেই গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ভারতের মানুষ। আর বাংলাদেশে গুগল সার্চের তালিকায় তাঁর অবস্থান ছিল দ্বিতীয়। সূত্র : ডিএনএ