পরিচালক সমিতির নির্বাচন
আবারও গুলজার সভাপতি, খোকন মহাসচিব
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব হয়েছেন বদিউল আলম খোকন। সহসভাপতি হয়েছেন মনতাজুর রহমান আকবর এবং উপসচিব পদে নির্বাচিত হয়েছেন পরিচালক শাহিন সুমন।
১৮৩টি ভোট পেয়ে নির্বাচিত হন মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন পেয়েছেন ১৫৭টি ভোট। সভাপতি পদে বাদল খন্দকার পেয়েছেন ১০৯টি ভোট। মহাসচিব পদে বজলুর রাশেদ চৌধুরী পেয়েছেন ৬৮টি ভোট। এ ছাড়া মহাসচিব পদে পরিচালক সাফি উদ্দিন সাফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পেয়েছেন ৬৭ ভোট।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. সালাউদ্দিন, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সাংস্কৃতিক সচিব শাহীন কবির টুটুল, প্রচার ও প্রকাশনা সচিব হয়েছেন আনোয়ার সিরাজী।
এ ছাড়া কার্যনিসর্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পরিচালক আবুল খায়ের বুলবুল, আব্দুস সামাদ খোকন, আহম্মেদ ইলিয়াস ভুইয়া, এম এ আওয়াল, কমল সরকার, ছটকু আহমেদ, নূর মোহাম্মদ মনি, মোস্তাফিজুর রহমান বাবু, সাঈদুর রহমান সাঈদ ও সোহানুর রহমান সোহান।
নির্বাচন নিয়ে বদিউল আলম খোকন বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি, আমরা যারা নির্বাচন করেছি তারা সবাই পরিচালক। আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে দেশি চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখব।’
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৩৬২টি, এর মধ্যে গতকাল নির্বাচনে ৩১৯টি ভোট পড়েছে। বাতিল হয় ১৯টি ভোট। ২০১৭-১৮ নির্বাচনেও গুলজার-খোকন প্যানেল নির্বাচিত হয়েছিল।