ফরাসি ব্যবসায়ীর প্রেমে পড়েছেন নন্দিতা?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/01/26/photo-1548512536.jpg)
কিছুদিন আগে নিজের পরিচালিত দ্বিতীয় ছবি ‘মান্টো’ দিয়ে বলিউডে ফেরেন অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস। এই ছবিতে উর্দু ভাষার বিশিষ্ট কথাসাহিত্যিক সাদত হাসান মান্টোর চরিত্রে অভিনয় করেন বলিউড তারকা নওয়াজুদ্দিন সিদ্দিকি। ভারতের দর্শক ও চিত্রসমালোচকেরা এই ছবির ভূয়সী প্রশংসা করলেও দর্শকনন্দিত লেখকের জীবনীভিত্তিক ছবিটি দেখার সৌভাগ্য হয়নি পাকিস্তানের দর্শকের।
এখন অবসর উপভোগ করছেন নন্দিতা দাস এবং এক ভিনদেশি ভদ্রলোকের সঙ্গে তাঁকে দেখা গেছে, যিনি সম্ভবত তাঁর জীবনের নতুন মানুষ।
দুজনকেই বেশ অন্তরঙ্গ দেখা গেছে এবং একসঙ্গে তাঁরা কেনাকাটাও করেছেন। মনে হচ্ছে, এই ভদ্রলোকের সঙ্গ উপভোগ করছেন নন্দিতা।
সংবাদমাধ্যম মুম্বাই মিররকে একটি সূত্র জানিয়েছে, ওই ভদ্রলোকের নাম জিন-পিয়ারে লে ক্যাভেজ, যিনি একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সহ-মালিক। সূত্রটি জানিয়েছে, এই ব্যবসায়ীর সঙ্গে এক দশকের সম্পর্ক নন্দিতার। সুবোধ মাসকারার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ফরাসি এই ভদ্রলোকের ঘনিষ্ঠ হন নন্দিতা।
জিন-পিয়ারে লে ক্যাভেজের সঙ্গে নন্দিতা দাস। ছবি : সংগৃহীত
সূত্রটি আরো জানায়, কান চলচ্চিত্র উৎসবে ফরাসি এ ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ হয় নন্দিতার। সম্প্রতি ‘মান্টো’ ছবির জন্যও একাধিকবার ফ্রান্সে যান তিনি। জিন-পিয়ারে এই চলচ্চিত্রে বিনিয়োগও করেছেন। ফরাসি হলেও প্রায়ই মুম্বাইয়ে যান তিনি। এখন ভালো সময় উপভোগ করছেন এ যুগল।
তবে এ বিষয়ে জানতে চাইলে মুম্বাই মিররকে নন্দিতা দাস বলেন, ‘আমি ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করি।’
বিয়ের সাত বছর পর সুবোধের সঙ্গে নন্দিতার বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁদের ঘরে বিহান নামে এক ছেলেসন্তান আছে।
গেল নভেম্বরে বাংলাদেশে আয়োজিত অষ্টম ঢাকা লিট ফেস্টে নন্দিতা দাসের ‘মান্টো’ প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে সিনেমাটির ওপর আলোচনায়ও অংশ নেন তিনি। সূত্র : বলিউড বাবল