তিনদিনে আয় ১ মিলিয়ন মার্কিন ডলার
সমস্ত বিতর্ককে ভ্রূভঙ্গিতে দূরে সরিয়ে ‘ঠোঁটকাটা’ কঙ্গনা রানাউতের ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ বক্স অফিসে গর্জন অব্যাহত রেখেছে।
ভারতের বক্স অফিসে অসাধারণ সাফল্যের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারেও জয়রথ ছুটছে এই ছবির। বিশ্বব্যাপী চলচ্চিত্র দর্শকের হৃদয় জয় করে চলেছে কঙ্গনার ‘মনিকর্নিকা’। ভারতের বক্স অফিসে মুক্তির তিনদিনে আয় করেছে ৪২ কোটি ৫৫ লাখ রুপি। আর আন্তর্জাতিক বক্স অফিসে তিনদিনে অতিক্রম করেছে এক মিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক।
চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, আয়ে ‘মনিকর্নিকা’ আন্তর্জাতিক বাজারে এক মিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। ২৬ জানুয়ারি পর্যন্ত আয় ১.০৭১ মিলিয়ন মার্কিন ডলার (বৃহস্পতিবার এক লাখ ১৭ হাজার, শুক্রবার চার লাখ ৩৮ হাজার ও শনিবার পাঁচ লাখ ১৬ হাজার মার্কিন ডলার)।
তারান আদর্শ জানিয়েছেন, উত্তর আমেরিকায় ভালো আয় করছে ‘মনিকর্নিকা’। উত্তর আমেরিকায় এ পর্যন্ত আয় তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার আর সংযুক্ত আরব আমিরাতে আয় তিন লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
এদিকে মুক্তির দিনে ভারতের বক্স অফিসে ‘মনিকর্নিকা’ আয় করে আট কোটি ৭৫ লাখ রুপি। আর দ্বিতীয় দিনে আয় করে ১৮ কোটি ১০ লাখ রুপি। তৃতীয় দিনে বক্স অফিসে সংগ্রহ করে ১৫ কোটি ৭০ লাখ রুপি।
২৫ জানুয়ারি ভারতের তিন হাজার প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় কঙ্গনা রানাউতের ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’। এই চলচ্চিত্রের কয়েকটি অংশের নির্দেশনা দিয়েছেন কঙ্গনা নিজেই। রাধাকৃষ্ণ জগরালমুদি এ ছবির প্রধান পরিচালক। একই দিন মুক্তি পায় নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘ঠাকরে’, মহারাষ্ট্রে এই ছবি খুব ভালো আয় করছে।
‘মনিকর্নিকা’ ব্যয়বহুল সিনেমা। এর বাজেট ১২৫ কোটি রুপি। তবে কঠিনতম দিন হতে পারে আগামী রোববার, কারণ ওই দিন মুক্তি পেতে চলেছে সোনম কাপুরের ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। কঙ্গনাকে সোনমের ছবির সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।
ব্রিটিশবিরোধী লড়াইয়ের জন্য স্মরণীয় রানি লক্ষ্মীবাইয়ের জীবনীভিত্তিক ছবি এটি। এতে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। আর লড়াকু ঝলকারি বাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এ ছবি দিয়ে বলিউডে পা রাখলেন অঙ্কিতা। ড্যানি ডেনজংপা এই ছবিতে গুলাম গৌজ খানের চরিত্রে অভিনয় করেছেন, তিনি ঝাঁসির রানির অভিজ্ঞ, সাহসী ও সম্মানীয় সেনাপতি।
‘মনিকর্নিকা’য় গুরুত্বপূর্ণ ভূমিকায় অন্যদের মধ্যে অভিনয় করেছেন জিশান আইয়ুব, অতুল কুলকার্নি, বৈভব তত্ত্বওয়াদি, সুরেশ ওবেরয় ও কলকাতার যিশু সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করেছেন কমল জৈন। চিত্রনাট্য লিখেছেন বাহুবলি খ্যাত কেভি বিজয়েন্দ্র প্রসাদ। সূত্র : ইন্ডিয়া টিভি