চোখের জলে মাকে বিদায় জানালেন নানা
মা নির্মলা পাটেকারকে চোখের জলে বিদায় জানালেন বর্ষীয়ান বলিউড অভিনেতা নানা পাটেকার।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে ৯৯ বছর বয়সে মারা যান নানার মা নির্মলা পাটেকার। নানা ও তাঁর পরিবারের সঙ্গে মুম্বাইয়ের ওয়ান বিএইচকের বাড়িতে থাকতেন নির্মলা। দুর্ভাগ্যজনকভাবে এই অভিনেতা মায়ের শেষ নিশ্বাসের সময় উপস্থিত থাকতে পারেননি।
গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওশিয়ারা শ্মশানে শেষবার মাকে দর্শন করেন নানা পাটেকার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে মালহার পাটেকার, আত্মীয়স্বজন ও কাছের বন্ধুরা।
মায়ের খুব কাছের মানুষ ছিলেন নানা পাটেকার। বিভিন্ন সাক্ষাৎকারে মায়ের সঙ্গে তাঁর দারুণ বন্ধনের কথা বলেছেন এই জনপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরে তাঁর মা স্মৃতিশক্তিহীনতায় ভুগছিলেন।
নানার যখন ২৮ বছর, তখন বাবা গজানন পাটেকারকে হারান। পরিবারের বড় পুত্র হিসেবে অসংখ্য মৃত্যু দেখতে হয়েছে তাঁকে। সূত্র : ডিএনএ