এবার পরিচালকের স্ক্রিনশট ফাঁস

‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’র শুটিংপর্ব থেকেই চলছে বিতর্ক। মুক্তির পরও সেই বিতর্ক থেমে নেই। অভিনেতা সোনু সুদ শুরুতে সেটে থাকলেও পরে এই সিনেমা থেকে নাম প্রত্যাহার করেন। এই ছবির প্রধান পরিচালক রাজা কৃষ্ণ জগরলামুদি হলেও মাঝখানে পরিচালক হিসেবে আবির্ভূত হন অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজেই। সেই থেকে শুরু।
‘মনিকর্নিকা’ মুক্তির পরও চলছে বিতর্ক। কেউ কঙ্গনার ‘রূঢ় আচরণ’ নিয়ে প্রশ্ন তুলেছেন, কেউ বলছেন চরিত্র ‘ছেঁটে’ ফেলেছেন। স্বয়ং পরিচালক জগরলামুদি অভিযোগ, এই ছবি তাঁর কাছ থেকে ‘ছিনিয়ে’ নিয়েছেন কঙ্গনা!
এসব তর্কের মধ্যেই কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চ্যান্ডেল কঙ্গনা-জগরলামুদির হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করে পরিচালকের অভিযোগের সত্যতা যাচাই করতে বললেন সবাইকে।
পরিচালক জগরলামুদি গতবছর এই ছবির পরিচালনা শেষ করেছেন। এরপর অন্য আরেকটি ছবিতে কাজ শুরু করেন। এরপর কঙ্গনা পরিচালকের আসনে বসেন এবং দাবি করেন, এই ছবির ৭০ শতাংশই তাঁর পরিচালনায় নির্মিত। কঙ্গনা ও জগরলামুদি দুজনই নিজেদের সহ-পরিচালক হিসেবে বলে আসছেন। তবে জগরলামুদি কঙ্গনাকে প্রাথমিক পরিচালকের ক্রেডিট দিতে রাজি নন, তাঁর মতে খুব কম অংশই তৈরি হয়েছে কঙ্গনার পরিচালনায়।
রঙ্গোলি যে কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করেছেন তা ৬ ডিসেম্বরের। ওই আলাপে দেখা যায়, কঙ্গনা জগরলামুদিকে বলছেন, মন্তব্য করার আগে ছবির চূড়ান্ত ভার্সনটি দেখতে। কঙ্গনা তাঁকে বলেন, তাঁর (জগরলামুদি) ছবির ভার্সন দেখে প্রযোজকেরা প্রচণ্ড হতাশ হন, এমনকি ছবিতে তাঁদের লোগো ব্যবহার করতে অপারগতা প্রকাশ করেন। তাঁরা আবার ছবির শুটিং করতে বলেন। যা হোক, ফের শুটিংয়ের জন্য অতিরিক্ত ২০ কোটি রুপি দেন প্রযোজকরা।
এরপর কঙ্গনা তাঁর পরিচালিত, ধারণকৃত ও সম্পাদিত ভার্সন প্রযোজকদের কাছে পাঠান এবং তাঁরা এটি পছন্দ করেন। প্রযোজকরা তাঁকে বলেন, এবার ছবিটি নতুন রূপ নিয়েছে। তিনি ফের জগরলামুদিকে অনুরোধ করেন, ছবিটি দেখে তারপর সিদ্ধান্ত নিতে।
টুইটারে সেই স্ক্রিনশট তুলে দিয়ে পরিচালক জগরলামুদির উদ্দেশে লিখেছেন, ‘এই নিন প্রমাণ। ৬ ডিসেম্বর কঙ্গনা স্পষ্ট করেই আপনাকে ছবিটি দেখতে বলেছিল। আপনি কি এর ব্যাখ্যা দিতে পারবেন?’
‘মনিকর্নিকা’ নিয়ে অবিরাম বিতর্ক ও আক্রমণের মুখে পড়ার কারণেই নাকি জার্মানি থেকে এই কথোপকথনের স্ক্রিনশটটি বোন রঙ্গোলিকে পাঠিয়েছেন কঙ্গনা। রঙ্গোলি আরো জানিয়েছেন, এসব কাণ্ডে খুবই ‘বিরক্ত’ তাঁর বোন।
যা হোক, গত ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’। ছবিতে ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। এ পর্যন্ত বক্স অফিসে ছবিটি ৫২ কোটি রুপি আয় করেছে। সূত্র : হিন্দুস্তান টাইমস