সিনেমার লাভের টাকা পুলিশকে দান
‘সিম্বা’র ব্যাপক সাফল্য দিয়ে পরিচালক রোহিত শেঠি প্রমাণ করলেন, তিনিই বক্স অফিসের রাজা। মুক্তির মাত্র কয়েক দিনেই শতকোটির ক্লাব ছোঁয় ছবিটি আর এক মাসের মধ্যে ভারতের বক্স অফিসে সংগ্রহ করে ২৪০ কোটি রুপি। এই পুলিশি ছবি দিয়ে রোহিত শুধু দর্শকের মনই জয় করেননি, মুম্বাই পুলিশের ভালোবাসাও পেয়েছেন।
সম্প্রতি মুম্বাই পুলিশের বার্ষিক অনুষ্ঠানে হাজির হন ‘সিম্বা’র পরিচালক ও অভিনেতারা। এই ছবিটি রোহিত শেঠির অষ্টম হিট। এই অনুষ্ঠানে ‘সিম্বা’র আয় থেকে মুম্বাই পুলিশকে ৫১ লাখ রুপি অনুদান দেন রোহিত।
প্রযোজনা প্রতিষ্ঠান রোহিত শেঠি পিকচারস-এর পক্ষ থেকে পুলিশ কমিশনারকে চেক হস্তান্তর করেন ‘সিম্বা’র পরিচালকসহ রণবীর সিং, অজয় দেবগন ও অক্ষয় কুমার।
রোহিত শেঠির প্রথম পুলিশি সিনেমা ‘সিংহম’ ব্যাপক সাফল্য পায়। এ ছবির অভিনেতা অজয় দেবগন। চার বছর পর নির্মাণ করেন ‘সিংহম রিটার্নস’ এবং এরপর ‘সিম্বা’য় নির্মাণ করলেন আরেক ‘পুলিশওয়ালা’ (সংগ্রাম ভালেরাও)।
মুম্বাই পুলিশের বার্ষিক অনুষ্ঠানে রোহিত, রণবীর, অজয় ও অক্ষয় (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত
‘সিম্বা’ সংগ্রাম ভালেরাওয়ের (রণবীর সিং) গল্প বর্ণনা করে, যে কি না নৈতিকতাবর্জিত পুলিশ কর্মকর্তা। প্রেমে পড়ে সেগুনের (সারা আলি খান), যে কি না পুলিশ স্টেশনের পাশেই একটি খাবার দোকান চালায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। যাকে সংগ্রাম নিজের বোন হিসেবেই জানে, ১৯ বছরের মেডিকেল শিক্ষার্থী আক্রুতি বর্বরোচিত ধর্ষণের শিকার ও খুন হয়। বোনের হত্যার প্রতিশোধ নিতে লড়াই শুরু করে সংগ্রাম।
অসৎ পুলিশ কর্মকর্তা থেকে সৎ হয়ে ওঠার গল্প নিয়ে এই ছবি।
‘সিম্বা’র ব্যাপক সাফল্যের পর শেঠিভক্তরা এখন তাঁর পরবর্তী অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’র অপেক্ষায় রয়েছেন। এই ছবিতে অক্ষয় সন্ত্রাসবাদবিরোধী স্কোয়াড প্রধানের ভূমিকায় অভিনয় করবেন। খুব শিগগিরই রোহিত শেঠি ও অক্ষয় শুটিং শুরু করবেন। সূত্র : ইন্ডিয়া টুডে