চলচ্চিত্র বান্ধব পরিবেশ তৈরি করতে চায় নতুন কমিটি

Looks like you've blocked notifications!
এফডিসিতে বদিউল আলম খোকনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ছবি: সংগৃহীত

 

 

‘গত দুই বছর আমরা যৌথ প্রযোজনার অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন আর বাংলাদেশে অনিয়ম করে যৌথ প্রযোজনার চলচ্চিত্র মুক্তি পাচ্ছে না। আগামী দুই বছরে আমরা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কাজ করব। এগিয়ে নিয়ে যাব দেশি চলচ্চিত্র।’ কথাগুলো বলছিলেন পরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত মহাসচিব বদিউল আলম খোকন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটি শপথ গ্রহণ করবে আগামীকাল রোববার। এর আগে আজ শনিবার এনটিভির সঙ্গে আলাপে মহাসচিব খোকন আরো বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে সারাদেশের সিনেমা হলগুলোতে প্রজেক্টর বসানো। এই কাজটি করতে হবে সরকারের। এফডিসি থেকে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে। এখন একটি সিনেমা হলে ছবি মুক্তি দিতে গেলে প্রজেক্টর ভাড়া দিতে হয় ১০ হাজার টাকা। সাথে টিকেট প্রতি আরো তিন টাকা। এফডিসি থেকে নিয়ন্ত্রণ হলে কোনো টাকা লাগবে না। শুধু টিকেট প্রতি দুই টাকা করে প্রজেক্টর ভাড়া হিসেবে নেবে। এতে করে সিনেমার প্রযোজক তাঁর লগ্নিকৃত টাকাটা ফেরত পাবে।’

প্রযোজকদের টিকেট প্রতি টাকা বাড়াতে হবে দাবি করে খোকন আরো বলেন, ‘আমাদের প্রযোজকরা সিনেমা হলের টিকেট থেকে খুব কম টাকা পান। আমরা একটা প্রস্তাবনা তৈরি করেছি। সিনেমা হলে ছবি প্রদর্শন করতে যে টাকা খরচ হয়, তা বাদ দিয়ে যে টাকা থাকে তার অর্ধেক দিতে হবে প্রযোজককে। তা হলেই সিনেমায় খরচকৃত টাকা লাভসহ ফেরত পাওয়া সম্ভব বলে আমি মনে করি। আগামী মাসে প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশা করি তখন আমরা আরো শক্তি নিয়ে কাজ করতে পারব।’

কালকের অনুষ্ঠানে মহাসচি খোকন ছাড়াও শপথ নেবেন নবনির্বাচিত সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সহসভাপতি মনতাজুর রহমান আকবর, উপসচিব পরিচালক শাহিন সুমন, কোষাধ্যক্ষ মো. সালাউদ্দিন, সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব মোস্তাফিজুর রহমান মানিক, সাংস্কৃতিক সচিব শাহীন কবির টুটুল, প্রচার ও প্রকাশনা সচিব আনোয়ার সিরাজী

এ ছাড়া কার্যনিসর্বাহী কমিটির সদস্য হিসেবে শপথ নেবেন পরিচালক আবুল খায়ের বুলবুল, আব্দুস সামাদ খোকন, আহম্মেদ ইলিয়াস ভুইয়া, এম এ আওয়াল, কমল সরকার, ছটকু আহমেদ, নূর মোহাম্মদ মনি, মোস্তাফিজুর রহমান বাবু, সাঈদুর রহমান সাঈদ ও সোহানুর রহমান সোহান।