Beta

ড্যান্স প্লাসের ট্রফি চেতনের হাতে

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২১

অনলাইন ডেস্ক
ট্রফি হাতে ‘ড্যান্স প্লাস-৪’ বিজয়ী চেতন সালুনখে (ডানে)। ছবি : সংগৃহীত

হয়ে গেল ভারতের জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ড্যান্স প্লাস’-এর চতুর্থ মৌসুমের গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বে সবাই অপেক্ষা করছিলেন বিজয়ীর নাম ঘোষণার। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। বর্তিকা ঝা, ভি আনবিটেবল টিম অ্যান্ড সুজন এবং আঁচলকে হারিয়ে ট্রফি উঠল পুনের ১৮ বছরের নৃত্যশিল্পী চেতন সালুনখের হাতে।

পুরস্কার হিসেবে চেতন পেয়েছেন নগদ ২৫ লাখ রুপি ও বিজয়ের স্মারক হিসেবে একটি ট্রফি।

নৃত্যে অনেক পথ পেরিয়েছেন চেতন। সেই ছোট থেকে নাচ শিখছেন তিনি। ইউটিউবে ভিডিও দেখে নিজে নিজে নাচ শেখা শুরু করেন চেতন। কারণ গুরুর কাছে নাচের প্রশিক্ষণ নেওয়ার মতো আর্থিক সঙ্গতি ছিল না তাঁর। ভারতের জনপ্রিয় পপতারকা বাদশাহর গানে নেচে তাক লাগিয়ে দিয়েছেন চেতন। অনেকে বলছেন, পপিংই তাঁর ভাগ্য বদলে দিয়েছে।

মারাঠি গানের রিয়েলিটি শো ‘ড্যান্স মহারাষ্ট্র ড্যান্স’-এ গত বছর অংশ নিয়েছিলেন চেতন। এই শোতে সেরা পাঁচের একজন হন তিনি।

ড্যান্স প্লাসের ফাইনালে নাচে ঝড় তোলেন চেতন। নাচে তাঁকে সঙ্গ দেন জনপ্রিয় নৃত্যশিল্পী ধর্মেশ ইয়েলান্ডে, পুনিত পাঠক ও শক্তি মোহন। চার ফাইনালিস্টের সঙ্গেই নাচেন তাঁরা। বিখ্যাত নৃত্যশিল্পী-অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরসহ বলিউড ছবি ‘টোটাল ধামাল’ টিম এই শোতে নাচেন। অনিল কাপুর ‘চানে কে খেত ম্যায়’ গানে পা মেলান।

আর উপস্থাপনা দিয়ে রাতটিকে স্মরণীয় করে রাখেন রাঘব জুয়াল ও সুগন্ধা মিশ্র। সূত্র : ডিএনএ

Advertisement