সৌজন্য কপি চাওয়া বন্ধ করুন : জ্যোতি

Looks like you've blocked notifications!
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি : সংগৃহীত

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অবসরে বই পড়তে ভালোবাসেন। বইমেলায় সবসময় যান তিনি। অমর একুশে গ্রন্থমেলার আজ চতুর্থ দিনে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

জ্যোতি লিখেছেন, ‘শুরু হলো বইমেলা। ভালো বই কিনুন, ভালো বই পড়ুন। নতুন বইয়ের ঘ্রাণের মাদকতায় আবিস্ট হোন। উপহার দেওয়ার জন্যও কিনে রাখতে পারেন প্রচুর বই। সৌজন্য কপি চাওয়া কিংবা পাওয়া বন্ধ করুন, যারা এটা করেন আরকি। বোঝার চেষ্টা করুন এটা একটা ব্যবসা। বাণিজ্যমেলায় গিয়ে যেমন আপনি পরিচিত বন্ধুর স্টল থেকেও মাগনা কিছু চাইতে পারেন না, বইমেলার বিষয়টাও কিন্তু একই। আপনাদের শুভ ইচ্ছার উদয় হোক। সকল লেখক, প্রকাশককে শুভেচ্ছা।’

নাটকে অভিনয় করা এখন কমিয়ে দিয়েছেন জ্যোতিকা জ্যোতি। চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত তিনি। শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। ছবিটি পরিচালনা করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।  এ ছাড়া তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে, ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’ ইত্যাদি।  সম্প্রতি নতুন চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত  আলোচিত এই অভিনেত্রী।