‘অশ্লীল ছবির প্রযোজক, পরিচালক কারা’?

Looks like you've blocked notifications!
এক সময়ের আলোচিত নায়িকা পলি। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় পলির। এখানে নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেন এক সময়ের আলোচিত এই নায়িকা।

পলিকে  বেশিরভাগ  দর্শক  বাংলা চলচ্চিত্রের অশ্লীল ছবির নায়িকা হিসেবে চিনে। এ বিষয়ে  তাঁর অভিমত জানতে চাইলে এনটিভি অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেন তিনি।

পলি বলেন,‘শিল্পীরা গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্র নিয়ে পর্দায় হাজির হয়। শিল্পীরা পুতুল মাত্র। সিনেমার প্রযোজক, পরিচালক যেভাবে যে চরিত্রে যে পোশাকে শিল্পীদের অভিনয় করতে বলেন,শিল্পীরা তাই করে থাকেন। সেখানে নায়িকার কেন দোষ হবে? আমি যদি অশ্লীল ছবির নায়িকা হয়ে থাকি তা হলে অশ্লীল ছবির প্রযোজক ও পরিচালক কারা?’

পলি আরো  বলেন, ‘আমি যখন কাজ শুরু করেছি  তখন  আমি  অনেক ছোট  ছিলাম। অনেক কিছু বোঝার বয়স আমার ছিল না। সবাই আমার  সৌন্দর্যের প্রশংসা  করতেন। ছবির  মূল  ভূমিকায় অভিনয় করেছি বহু চলচ্চিত্রে। তখন যেসব ছবি দর্শক দেখতেন, আমি সেই ছবিতে অভিনয় করেছি।  শুধু আমি কেন, এখনকার সময়ে সম্মানের সাথে কাজ করছেন এমন অনেক নায়িকাই অভিনয় করেছেন এসব ছবিতে।’

ভালো চরিত্র পেলে  আবারও অভিনয় করতে চান পলি।  তিনি  বলেন, ‘এক সময় আমার ওপর গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। আবারও যদি আমার ওপর গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা  হয়, গল্প যদি আমার পছন্দ হয় তাহলে অবশ্যই  কাজ করব। হঠাৎ করে যেকোনো ছবিতে তো আর আমি কাজ করতে পারি না। ’

ছবি প্রযোজনায় আগ্রহ রয়েছে পলির। তিনি বলেন, ‘প্রযোজনা করার ইচ্ছে ছিল। এখনো আছে। সময়ের অপেক্ষায় আছি।  টাকা লগ্নি করে তা ফেরত পাবার পরিবেশ পেলেই ছবি প্রযোজনা করব। শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা থেকে চলচ্চিত্রে এসেছিলাম। তখন আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে শিল্পী মনটা তৃপ্ত নয়। গঠন মূলক কিছু চলচ্চিত্র উপহার দিতে পারলে নিজের কাছে ভালো লাগত।’

বর্তমানে রাজধানীর গুলশানে স্বামী ও সন্তান নিয়ে বসবাস করছেন পলি। তাঁর চার সন্তান রয়েছে। পলি বলেন, ‘পরিবারের পাশাপাশি নিজের একটা বুটিক হাউজ আছে। সেখানে সময় দিচ্ছি। কিছু সংগঠনের সঙ্গেও জড়িত আমি। সব মিলিয়ে দারুণ ব্যস্ত সময় কাটে আমার।’  

পলি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘এক নাম্বার আসামি’ চলচ্চিত্রটি ২০১২ সালে মুক্তি পায়। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল। নায়ক মান্না, রুবেল ছাড়াও পলি অভিনয় করেন শাকিব খান, রুবেল, আমিন খান, অমিত হাসান, আলেক জান্ডার বো, মেহেদীসহ অনেকের সাথে।