বন্যা-ইরফানের ‘ঝরা পাতার কাব্য’

Looks like you've blocked notifications!
‘ঝরা পাতার কাব্য’ নাটকের একটি দৃশ্যে বন্যা মির্জা ও ইরফান সাজ্জাদ। ছবি : সংগৃহীত

বন্যা মির্জার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেতা ইরফান সাজ্জাদ। নাটকের নাম ‘ঝরা পাতার কাব্য’।

রিয়াদ শিমুলের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ওয়াহিদ পলাশ। এতে আরো অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জুবায়ের প্রমুখ। আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।

পরিচালক ওয়াহিদ পলাশ জানান, এটা দাম্পত্য জীবনের গল্পের নাটক। প্রধান চরিত্র মৌ-এর ভূমিকায় এখানে অভিনয় করেছেন বন্যা মির্জা।

গল্প প্রসঙ্গে ওয়াহিদ পলাশ বলেন, ‘মৌ একটি করপোরেট প্রতিষ্ঠানে কাজ করে। পারিবারিকভাবে রাসেলের সঙ্গে বিয়ে হয় তার। ভালোই চলছিল তাদের সংসার। এক বছর পর তাদের প্রথম সন্তানের জন্ম হয়। মৌ-এর চাকরি করা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ জটিল আকার ধারণ করলে একপর্যায়ে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ছেলে আবিদকে নিয়ে মৌ আলাদা থাকতে শুরু করে। এ নিয়ে মৌ নানা প্রতিকূলতায় নিজেকে খুব অসহায় মনে করে। এদিকে, অফিসে নতুন আসা সোহানের আচরণ, দায়িত্বশীলতা মৌকে আকৃষ্ট করে। ওদের মধ্যে কেমন একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হতে শুরু করে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় জীবনের ভালো বন্ধু মিথিলা সোহানকে মনে মনে ভালোবাসে, তা সে কখনই বলতে পারেনি। ঘটনা মোড় নেয় অন্যদিকে।’