কেমন চলছে বাপ্পী-মিমের ‘দাগ হৃদয়ে’?

Looks like you've blocked notifications!

‘দাগ হৃদয়ে’ নামে গত শুক্রবার মুক্তি পাওয়া নতুন ছবিটি কেমন চলছে? চলুন জেনে নেওয়া যাক তারেক শিকদার পরিচালিত, বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম অভিনীত এ ছবিটি নিয়ে প্রেক্ষাগৃহ ও দর্শকদের প্রতিক্রিয়া কেমন।

পল্টনে অবস্থিত জোনাকি সিনেমা হলের সহকারী ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, ‘প্রায় দেড় মাস পর নতুন ছবি মুক্তি পেল। কিছুটা হলেও আশার আলো তৈরি হয়েছে। শুক্রবার দিনে ভালো চলেছে ছবিটি, তবে সন্ধ্যায় দর্শক ছিল হাতে গোনা। শনিবার থেকে দর্শক হলে ফিরেছে। ছবি দেখে সবাই প্রশংসাও করছে। বিশেষ করে বাপ্পী চৌধুরী ও ছবির গল্প নিয়ে প্রশংসা করেছে দর্শক। অনেকেই বলেন, আমাদের দেশে চিত্রনাট্য হয় না, এই ছবিটি দেখে তো তেমন মনে হয়নি। বরং অনেক ভালো হয়েছে।’

দেলোয়ার আরো বলেন, ‘শুক্রবার বিপিএল ক্রিকেট খেলার ফাইনাল ছিল। যে কারণে সন্ধ্যায় দর্শক ছিল কম। তা ছাড়া টানা ছবি মুক্তি না পেলে দর্শক হলে কম আসেন। অনেকেই জানেন না যে নতুন ছবি মুক্তি পেয়েছে।’

শনিবার টিকাটুলীতে অবস্থিত অভিসার সিনেমা হল ছিল দর্শকপূর্ণ। বিকেল ৩টার শোর বিরতিতে কথা হয় রায়েরবাগের দর্জি ওমর ফারুকের সঙ্গে। তিনি বলেন, ‘বাপ্পী ভাইয়ের ছবি মুক্তি পেলে আমি প্রথম শোতেই ছবিটি দেখি। গতকাল খেলার জন্য ছবিটি দেখা হয়নি। আজ এসেছি। বিরতি পর্যন্ত ছবিটি অনেক ভালো লেগেছে। পরের অংশ দেখার জন্য আগ্রহ তৈরি হয়েছে। ছবির গল্পটা অনেক সুন্দর। বাপ্পী ভাই আগের চেয়ে ভালো অভিনয় করেছেন।’

গুলিস্তানে খেলার সামগ্রী বিক্রি করেন মোহাম্মদ মামুন। ছবিটি দেখে তিনি বলেন, ‘আমরা চার-পাঁচজন একসঙ্গে কাজ করি। প্রতি শুক্রবার ছবি দেখি। যে কারণে যৌথ প্রযোজনা, কলকাতার ছবি, দেশি ছবি সবই দেখা হয়। অনেক দিন পর মনে হলো একটি ভালো গল্পের ছবি দেখেছি। ছবিতে বাপ্পী ভাইয়ের লুকটা সুন্দর লেগেছে। এমন ছবি দেখতে ভালো লাগে।’  

ছবিটির কাহিনী লিখেছেন কামাল আহমেদ। সংলাপ ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। এর আগে বাপ্পী-মিমকে সুইটহার্ট, আমি তোমার হতে চাই, দুলাভাই জিন্দাবাদ ছবিতে জুটি হিসেবে দেখা গেছে। ত্রিভুজ প্রেমের এই ছবিতে আরো অভিনয় করেছেন নায়িকা আঁচল আঁখি।