বিয়ের পর সিয়ামের প্রথম ভালোবাসা দিবস

সময়ের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদের বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস আজ। সাত বছর প্রেম করে শাম্মা রুশাফি অবন্তীকে বিয়ে করেছেন তিনি গত বছরের ১৬ ডিসেম্বর।
ভালোবাসা দিবসে স্ত্রী সম্পর্কে ‘দহন’ ছবির এই অভিনেতা বলেন, ‘তোমার সঙ্গে আর একটি ভালোবাসা দিবস আমার এবং এখন তুমি আমার স্ত্রী। আমাকে সহ্য করার জন্য তোমাকে ধন্যবাদ। ভালোবাসি তোমাকে।’
অবন্তী সম্পর্কে সিয়াম আরো বলেন, ‘আমরা দুজন দুজনাকে অনেকদিন ধরে জানি। অবন্তী আর আমার বোঝাপড়া ভীষণ ভালো। সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি।’
এদিকে অনেকে মন্তব্য করেছেন, সিয়াম খুব দ্রুতই বিয়ে করেছেন। এ প্রসঙ্গে সিয়াম সোজাসাপ্টা বলেন, ‘ভালোবাসার মানুষকে অপেক্ষা করিয়ে লাভ কী?’
সিয়াম অভিনীত ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দুটি খুব আলোচিত হয়। আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি। তৌকীর আহমেদ পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন তিশা।