১০০ কোটির ঘরে কঙ্গনার ছবি

কঙ্গনা রানাউতের ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ মুক্তি পেয়েছিল গত ২৫ জানুয়ারি। বক্স অফিসে শুরুটা ভালোই ছিল। মুক্তির মাত্র পাঁচ দিনে ৫০ কোটির ঘর অতিক্রম করলেও ১০০ কোটির ঘরে ঢুকতে লেগে গেল চার সপ্তাহ।
এর আগে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ টুইটারে জানিয়েছিলেন, প্রথম সপ্তাহে মনিকর্নিকা আয় করে ৬১.১৫ কোটি, দ্বিতীয় সপ্তাহে ২৩.৪০ কোটি ও তৃতীয় সপ্তাহে ৭.১৫ কোটি। সর্বমোট ৯১.৭০ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।
বক্স অফিস ইন্ডিয়া সূত্র বলছে, আজ সোমবার ওই ছবির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১০০.৫ কোটি রুপি। রানি লক্ষ্মীবাইয়ের জীবনীকেন্দ্রিক ঐতিহাসিক এ ছবির পরিচালনা নিয়ে বাগযুদ্ধ হয় কঙ্গনা ও পরিচালক রাজা কৃষ্ণ জগরলামুদির। ক্রমে তা সব সীমা অতিক্রম করে।
পরিচালক জগরলামুদির মতে, তিনি ছবিটির বেশিরভাগ অংশ পরিচালনা করেছেন। কঙ্গনা পরিচালনার ‘ক্রেডিট’ দাবি করায় হতাশ তিনি। তিনি বলেন, কঙ্গনা সবকিছু নিজের করে নিতে চেয়েছেন এবং অনেক অভিনেতার অংশ ছেঁটে দিয়েছেন। যা হোক, অভিযোগ উড়িয়ে দিয়ে কঙ্গনা বলেছেন, সিনেমাটির বেশিরভাগ অংশ তাঁর পরিচালনায় নির্মিত হয়েছে।
কঙ্গনা-জগরলামুদি বিতর্ক চরমে উঠলেও বলিউড তারকারা এ নিয়ে নীরব ছিলেন। তারকাদের সমর্থন না পাওয়ায় ফুঁসে ওঠেন কঙ্গনা। আলিয়া ভাটকে ব্যক্তিগত আক্রমণ করে কঙ্গনা বলেন, ‘সে করণ জোহরের হাতের পুতুল।’ ‘মনিকর্নিকা’র প্রদর্শনীর দিন নাকি হাজির হননি আলিয়া। তবে কঙ্গনাকে আক্রমণ করেননি আলিয়া, বরং কৌশলে এড়িয়ে গেছেন।
ব্রিটিশবিরোধী লড়াইয়ের জন্য স্মরণীয় রানি লক্ষ্মীবাইয়ের জীবনীভিত্তিক ছবি এটি। এতে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। আর লড়াকু ঝলকারি বাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এ ছবি দিয়ে বলিউডে পা রাখলেন অঙ্কিতা। ড্যানি ডেনজংপা এই ছবিতে গুলাম গৌজ খানের চরিত্রে অভিনয় করেছেন, তিনি ঝাঁসির রানির অভিজ্ঞ, সাহসী ও সম্মানীয় সেনাপতি।
এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অন্যদের মধ্যে রয়েছেন জিশান আইয়ুব, অতুল কুলকার্নি, বৈভব তত্ত্বওয়াদি, সুরেশ ওবেরয় ও কলকাতার যিশু সেনগুপ্ত। ছবিটি প্রযোজনা করেছেন কমল জৈন। চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলি’ খ্যাত কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। সূত্র : ইন্ডিয়া টুডে