ছোট নবাবের গিটারের সুরে অন্তর্জালে আগুন

হিন্দি চলচ্চিত্র অঙ্গনের দুই বড় তারকা কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। কিন্তু তারকা মা-বাবার চেয়েও বি-টাউন অনুরাগীদের সবচেয়ে বেশি মনোযোগ কেড়ে চলেছে তাঁদের দুই বছরের ছেলেসন্তান তৈমুর আলি খান। অন্তর্জালে রয়েছে পাতৌদির ছোট নবাবের প্রচুর ভক্ত ও অনুরাগী। আর চিত্রসাংবাদিকরা কখনো এই স্টার কিডের কোনো দৃশ্যই মিস করেন না।
সবচেয়ে জনপ্রিয় স্টার কিড তৈমুর সম্প্রতি মা কারিনা ও বাবা সাইফের সঙ্গে পাতৌদি প্রাসাদে পারিবারিক সময় উপভোগ করেছে। এবং এখন অন্তর্জালে একটি ভিডিও হাত ঘুরছে, যেখানে তৈমুর দেখিয়েছে গিটারে সুর তোলার দক্ষতা। ভিডিওটি অন্তর্জালে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোদ ঝলমলে দিনে গাছের নিচে বসে কারিনার কাজিন জাহান কাপুরের (প্রয়াত অভিনেতা শশী কাপুরের নাতি) সঙ্গে গিটার বাজাচ্ছে আদুরে তৈমুর।
ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করেছেন শায়রা কাপুর (জাহান কাপুরের বোন)।
আগামী ছবিগুলোর শুটিংয়ের জন্য এখন ব্যস্ত রয়েছেন কারিনা ও সাইফ। এর আগে তাঁরা জানিয়েছেন, কাজের জন্য যখন তৈমুরকে ঘরে রেখে বাইরে যেতে হয়, তাঁদের খুব কষ্ট হয়।
সম্প্রতি এক চ্যাট শোতে কারিনা বলেন, তৈমুরকে ঘরে রেখে কাজের জন্য বাইরে বের হলে এক ধরনের অপরাধবোধ তৈরি হয় তাঁর ভেতরে। সব সময় চিন্তিত থাকেন, ঘরে কী করছে তৈমুর তা নিয়ে।
এর আগে কারিনা তাঁর রেডিও শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এ ‘জব উই মেট’ অভিনেত্রী বলেন, প্রায়ই কাজের শিডিউল বাতিল করে দেন সাইফ। কারণ তৈমুরকে ছেড়ে ঘর থেকে বের হতে ইচ্ছে করে না তাঁর।
কারিনা কাপুর খানকে আগামীতে সহ-অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে ‘গুড নিউজ’ ও করণ জোহরের পিরিয়ড ড্রামা ‘তাখত’-এ দেখা যাবে। অন্যদিকে, সাইফ আলি খান এখন ‘তানাজি : দ্য আনসাং ওয়ারিয়র’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। সূত্র : ইন্ডিয়া টুডে