নওয়াজ ও দঙ্গলকন্যা সানিয়ার অন্যরকম প্রেম

নওয়াজুদ্দিন সিদ্দিকি ও সানিয়া মালহোত্রা আবার প্রমাণ করলেন। ‘ঠাকরে’, ‘মান্টো’, ‘মানঝি’র মতো ব্যতিক্রমী সিনেমায় অভিনয়দক্ষতা দিয়ে এই দুই অভিনেতা অগণিত মানুষের হৃদয় জয় করেছিলেন। এবার নতুন ছবি ‘ফটোগ্রাফ’-এর ট্রেইলার প্রকাশিত হলো। ভক্তদের জন্য কঠিন সময়, প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।
সুপারস্টার আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন সানিয়া মালহোত্রা। সেই থেকে তাঁকে দঙ্গলকন্যা নামেই ডাকেন ভক্তরা। গত বছর আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে করেছিলেন ‘বাধাই হো’। বক্স অফিসে ছবিটি ব্লকবাস্টার হয়েছিল। ‘ফটোগ্রাফ’-এর ট্রেইলারে নওয়াজ-সানিয়ার রসায়ন দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষা ছিল ভক্তদের।
ট্রেইলার শুরু হয় নওয়াজুদ্দিন সিদ্দিকিকে দিয়ে, যিনি ইন্ডিয়া গেটের সামনে পর্যটকদের ছবি তোলার অপেক্ষায় রয়েছেন। সানিয়া মালহোত্রাকে জিজ্ঞেস করেন, একটি ছবি তুলবেন? আর ওই মুহূর্তটি আজীবন স্মরণে থাকে তাঁর। সেই মুহূর্তটি, একটি ছবি তুলতে সানিয়ার অনুমতি পাওয়ার চেষ্টাটুকু অন্যরকম বন্ধনে রূপ নেয়।
ট্রেইলারের শেষে দেখা যায়, দুজন মানুষের বন্ধনের মুহূর্ত, কিন্তু কীভাবে তাঁরা পরস্পরের কাছে এলেন, তা জানা যায় না। ধীরগতির হলেও ট্রেইলারটি দর্শকমনে কৌতূহল সৃষ্টি করেছে, অসম বয়সের দুজন আর তাঁদের অনন্য প্রেমের গল্প কোন দিকে মোড় নেবে?
নওয়াজুদ্দিন ও সানিয়ার এ ছবির গল্প একজন স্ট্রিট ফটোগ্রাফারের। বিখ্যাত সব জায়গায় পর্যটকদের ছবি তুলে দেন নওয়াজ। তাঁর দাদি বিয়ের জন্য চাপ দেন। চাপে পড়ে দাদির মন রাখতে লাজুক এক অপরিচিতা মেয়েকে নিজের বাগদত্তা বলে পরিচয় করিয়ে দেন। ফটোগ্রাফার ও এই মেয়েটির জীবনের সফরে আস্তে আস্তে নিজেদের মধ্যে এক অন্যরকমের সম্পর্ক গড়ে ওঠে, যা দুজনকেই অপ্রত্যাশিতভাবে বদলে দেয়।
‘ফটোগ্রাফ’ এর আগে স্যান্ডডান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে এবং বিখ্যাত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে।
‘লাঞ্চবক্স’-এর পরে ফের অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে জুটি বাঁধলেন পরিচালক রিতেশ বাত্রা। আগামী ১৫ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। সূত্র : ইন্ডিয়া টিভি, এনডিটিভি