বৌ সাজানো প্রতিযোগিতা শুরু করলেন কেকা ফেরদৌসী
জনপ্রিয় রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী এবার শুরু করেছেন বৌ সাজানো নিয়ে প্রতিযোগিতা ‘ডেকো ফুডস লি. বউ সাজানো প্রতিযোগিতা-২০১৯’।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীতে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন কেকা ফেরদৌসী। তিনি জানান, প্রথম বার ৬৪ জেলায় যেতে না পারলেও আমরা চেষ্টা করব পরবর্তী বছর থেকে দেশের সব জেলায় যেতে। প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের পার্লার উদ্যোক্তারা।
কেকা ফেরদৌসী আরো জানান, বিয়ে বাড়ির আদলে এবং বিয়ে বাড়িতে যা যা আয়োজন করা হয় ঠিক তেমনিভাবে প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর ফলে কোন অঞ্চলের বিয়েতে কোন ধরনের আয়োজন করা হয় দর্শকদের সামনে সেটাও ফুঠে উঠবে। এ সময় তিনি প্রতিযোগিতার অর্থমূল্য ঘোষণা করেন।
কেকা ফেরদৌসী বলেন, প্রথম বিজয়ীর জন্য দুই লাখ টাকা ছাড়াও থাকবে আকর্ষণীয় পুরস্কার। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন যথাক্রমে এক লাখ ও ৫০ হাজার টাকা। সঙ্গে পাবেন অন্যান্য পুরস্কার সামগ্রী।
কেকা ফেরদৌসীর সঙ্গে প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিনি বলেন, ‘যেসব এলাকায় যাতায়াতের সঠিক ব্যবস্থা নেই অথচ সেসব এলাকাতেও বিউটি পার্লার রয়েছে, এর ফলে নারীদের কর্মস্থানও বেড়েছে। কিন্তু উদ্যোক্তাদের মূল্যায়ন করার মতো কোনো সুযোগ এখনো তৈরি হয়নি। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা আশা করছি যোগ্য উদ্যোক্তাকে মূল্যায়ন করতে পারব। যোগ্যতার মূল্যায়ন দেওয়ার ফলে পার্লার ব্যবসায়ীরা আরো উদ্যোগী হবেন এ ব্যবসায়।’
প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন অভিনেত্রী মডেল নোভা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেকো ফুডস লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মো. দেলোয়ার হোসেন, আমিন জুয়েলার্সের পক্ষে উত্তম ঘোষ, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ। চ্যানেল আইতে শিগগিরই এর সম্প্রচার শুরু হবে। আজ বুধবার চ্যানেল আইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।