কন্ট্রাকটরের সঙ্গে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত পূজা
প্রেমিক মানেক কন্ট্রাকটরের সঙ্গে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত সাবেক বলিউড অভিনেত্রী পূজা বেদি। ইতিমধ্যে আংটিবদলও সেরে ফেলেছেন তাঁরা। এবারের ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বাগদান সারেন এ যুগল।
মজার ব্যাপার হলো, ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে পূজার বিবাহবিচ্ছেদ হয় ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি। আর ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি মানেক কন্ট্রাকটরের সঙ্গে আংটিবদল করলেন ৪৮ বছরের পূজা বেদি।
সংবাদমাধ্যম বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পূজা বেদি জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
এবারের ভালোবাসা দিবসে পূজাকে বিয়ের প্রস্তাব দেন মানেক। এ যুগল শৈশবের বন্ধু।
পূজা বলেন, ‘আমাদের বিয়ে এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে, যখন আমরা আলিয়ার শুটিং এবং আমার ছেলে ওমরের কলেজের ছুটির তারিখ জানতে পারব।’
পূজা ও ফারহানের ঘরে রয়েছে দুই সন্তান আলিয়া ফার্নিচারওয়ালা ও ওমর ফারহান। শিগগিরই বলিউডে অভিষেক হতে চলেছে আলিয়ার।
পূজা বেদি আরো বলেন, ‘আমার বিচ্ছেদ হয় ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি বাগদান হলো। এর মধ্যে আমার অনেক সম্পর্ক ছিল এবং আমার সন্তানেরা আমার সঙ্গে থাকা প্রত্যেক ব্যক্তিকেই পছন্দ করেছে। কিন্তু মানেকের ক্ষেত্রে বিষয়টি আলাদা। ওরা মানেককে ভালোবেসেছে এবং চায় সারাজীবন আমরা যেন একসঙ্গে থাকি। মানেক খোলা মনের, প্রেমিক, পার্সি পরিবারের মানুষ।’
প্রবীণ অভিনেতা কবির বেদি ও প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী প্রতিমার মেয়ে পূজা। আমির খানের ‘জো জিতা ওহি সিকান্দার’-এ অভিনয় করেছেন তিনি। সূত্র : এনডিটিভি