বক্স অফিসে হিট, দুদিনে আয় ৩৬ কোটি

Looks like you've blocked notifications!
‘টোটাল ধামাল’ ছবির দৃশ্যে অজয় দেবগন। ছবি : সংগৃহীত

ভারতের বক্স অফিসে ঝড় তুলছে হাস্যরসাত্মক ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর তৃতীয় কিস্তি ‘টোটাল ধামাল’। শুক্রবার পর্দায় ওঠে ছবিটি। প্রথম দিনে আয় ১৬ কোটি রুপির বেশি। দ্বিতীয় দিনে বেড়েছে সংগ্রহ।

চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশেষজ্ঞ তারান আদর্শ জানিয়েছেন, গতকাল শনিবার ‘টোটাল ধামাল’ আয় করেছে ২০ কোটি ৪০ লাখ রুপি। প্রথম দিনের ১৬ কোটি ৫০ লাখ যোগ করলে দুদিনে মোট সংগ্রহ দাঁড়ায় ৩৬ কোটি ৯০ লাখ রুপি। আজ রোববার সাপ্তাহিক ছুটির দিনে ছবিটি বড়সড় সংগ্রহ দাঁড় করাবে বলেই মত বিশেষজ্ঞদের।

‘টোটাল ধামাল’-এ অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জনি লিভার, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে দীর্ঘ ১৯ বছর পর একসঙ্গে হলেন নব্বইয়ের দশকের অন্যতম সেরা বড়পর্দার জুটি মাধুরী-অনিল।

ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯২ সালে মুক্তি পাওয়া ‘বেটা’ ছবিতে জুটি বাঁধেন মাধুরী ও অনিল। সর্বশেষ ২০০১ সালে রাজকুমার সন্তোষীর ‘লজ্জা’য় এ জুটিকে দেখা যায়।

টুইট-বার্তায় তারান আদর্শ বলেছেন, মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে আগুন ঝরিয়েছে ‘টোটাল ধামাল’। তৃতীয় দিনে (রোববার) বড় সংগ্রহ করবে ছবিটি। পরিবারের সবাই, শিশুরাও প্রেক্ষাগৃহে যাচ্ছে ছবিটি দেখতে। তিন দিনে ৬০ কোটি রুপি আয় হতে পারে বলে পূর্বানুমান তাঁর।

এ বছরে এক সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা। ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ প্রথম তিন দিনে ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছিল ৩৫ কোটি রুপি, ‘মনিকর্নিকা’ ৪২ কোটি রুপি ও ‘গাল্লি বয়’ আয় করেছে ৫১ কোটি রুপি।

আন্তর্জাতিক বাজারেও ভালো আয় করছে ‘টোটাল ধামাল’। একদিন আগে তারান আদর্শ জানিয়েছেন, প্রথম দিন ছবিটি আয় করে ১.২৩ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় আট কোটি ৭৪ লাখ। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ভালো আয় করছে ছবিটি।

চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রথি বলেছেন, ‘টোটাল ধামাল’ অসাধারণ সাড়া পাচ্ছে। ছোট-বড় সবাই এই সিনেমা দেখছে।

প্রথম ‘ধামাল’ ভারতের বক্স অফিসে আয় করেছিল ৩২.৫১ কোটি রুপি, বিশ্বব্যাপী অতিক্রম করেছিল ৫০ কোটি রুপির বেশি।

এর পর পরিচালক ইন্দ্র কুমার নির্মাণ করেন ‘ডাবল ধামাল’। এতে অভিনয় করেন মল্লিকা শেরওয়াত ও কঙ্গনা রানাউত। এ ছবি বক্স অফিসে সংগ্রহ করে ৪৫.০৬ কোটি রুপি। সংশ্লিষ্টদের আশা, ‘টোটাল ধামাল’ আগের দুই ছবিকে ছাড়িয়ে যাবে। সূত্র : হিন্দুস্তান টাইমস