অস্কার জিতল ঋতুস্রাব নিয়ে তৈরি ভারতীয় তথ্যচিত্র
ঋতুস্রাব নিয়ে এ অঞ্চলে এখনো নানা ছুঁৎমার্গ বর্তমান। কিন্তু ঋতুস্রাব নিয়ে ভারতে নির্মিত একটি তথ্যচিত্র জিতে নিয়েছে অস্কার। এবারের ৯১তম একাডেমি পুরস্কারের মঞ্চে ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে অস্কার পেল ‘পিরিয়ড, এন্ড অব সেনটেন্স’ ছবিটি।
সঞ্চালক না থাকলেও এবারের অস্কার আসরে উত্তেজনার কমতি ছিল না। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে আয়োজিত ৯১তম একাডেমি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ছিল একদম জমজমাট।
আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে শুরু হয় চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কার প্রদানের আসর।
২৫ বছর বয়সী রায়কা জেতাবচি পরিচালিত ‘পিরিয়ড, এন্ড অব সেনটেন্স’ ঋতুস্রাব নিয়ে কুসংস্কারের বিরুদ্ধে উচ্চ স্বর। ছবিটি প্রযোজনা করেছেন গুনিত মোঙ্গা। বাস্তবের এক ‘প্যাডম্যানকে’ নিয়ে এ ছবি নির্মিত হয়েছে। ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া পাঁচ সিনেমার শীর্ষে ছিল এ ছবি।
মনোনয়ন পাওয়া অন্য ছবি হলো ‘ব্ল্যাক শিপ’, ‘এন্ড গেম’, ‘লাইফবোট’ ও ‘এ নাইট অ্যাট দ্য গার্ডেন’।
মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে প্রযোজক গুনিত মোঙ্গা অস্কার জয়ের খবর দিয়েছেন। লিখেছেন, ‘আমরা জিতেছি! এই পৃথিবীর প্রত্যেক মেয়ে... জেনো, তোমরা ঈশ্বর... মনে হচ্ছে যেন স্বর্গে রয়েছি।’
পুরস্কার গ্রহণের পর ইরানীয়-মার্কিন নির্মাতা রায়কা জেতাবচি বলেছেন, ‘ভাবতেই পারছি না, ঋতুস্রাব নিয়ে তৈরি কোনো চলচ্চিত্র অস্কার পেতে পারে।’ প্রযোজক মোঙ্গার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দিল্লির অদূরে হাপুর নামক একটি গ্রামে এই তথ্যচিত্রের শুটিং হয়েছে। হাপুর গ্রামের মেয়েরা ঋতুস্রাব নিয়ে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে চলেছেন। সামাজিক বাধার কারণে ওই গ্রামের মেয়েরা বহুদিন স্যানিটারি প্যাড ব্যবহার করতে পারেননি। এসব কারণে শারীরিক অসুস্থতা ছাড়াও বহু পড়ুয়া বিদ্যালয় ছেড়ে দেয়।
গ্রামে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানোর পরই মেয়েরা বুঝতে পারে, কীভাবে তৈরি হবে প্যাড; কীভাবে নিজেদের তৈরি প্যাড বিক্রি করবেন তাঁরা। এ ছবির দৈর্ঘ্য ২৬ মিনিট।
কয়েক মাস আগে রুপালি পর্দায় প্রায় একই বিষয়ের ওপর নির্মিত অক্ষয় কুমার, রাধিকা আপ্তে অভিনীত ‘প্যাডম্যান’ বেশ জনপ্রিয় হয়েছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস