জাপানের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ এনটিভিতে
জাপান ফাউন্ডেশন ও এনটিভির যৌথ উদ্যোগে জাপানের জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘চিবি মারুকো চান’ বাংলায় সম্প্রচার শুরু হবে। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি থেকে এই ধারাবাহিকটি দেখা যাবে এনটিভির পর্দায়। সম্প্রতি এই অনুষ্ঠানের সম্প্রচার সম্পর্কিত দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন জাপানের রাষ্ট্রদূত ইযুমি ও এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মুস্তাফা কামাল সৈয়দ।
এই ধারাবাহিকের কাহিনী আবর্তিত হয়েছে জাপানের একটি শহরতলির মারুকো নামে পরিচিত মোমোকো সাকুরার পরিবার আর স্কুলের বন্ধুদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ কিন্তু হৃদয়গ্রাহী গল্প নিয়ে। ১৯৯০ সালে প্রথম প্রচারের পর থেকে এ টিভি সিরিজটি শিশুদের কাছে সব সময় ভীষণ জনপ্রিয় এবং এখন পর্যন্ত সম্প্রচারিত হচ্ছে।
এবারে ৪৮টি পর্ব এনটিভিতে বাংলায় সম্প্রচারিত হবে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
রাষ্ট্রদূত ইযুমি বলেন, ‘আমি আশা করব, বাংলাদেশের শিশুরা চিবি মারুকো চান দেখে মজা পাবে এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে তাদের আগ্রহ বাড়বে। আদর্শ জাপানি জীবনযাত্রায় পরিবার ও বন্ধুদের মধ্যে শিশুদের বেড়ে ওঠা উপভোগ করুন।’